Click the image to explore all Offers

গল্প ।। বিবর্ণ প্রেম।। কার্তিক চন্দ্র পাল



বিবর্ণ প্রেম

কার্তিক চন্দ্র পাল


রেড লাইট এরিয়ার বিজলী রাণীর চোখে আজ অঝোর বৃষ্টি।সেই বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে মাস্টার মশায়ের পা। তিনি তাঁর স্নেহমাখা হাতটা রাখলেন ওর মাথায়। "বুড়ো বাপটার কাছে ফিরে চল মা"- এই কাতর আহ্বান আর উপেক্ষা করতে পারে না বিজলী ওরফে প্রতিভা; যে উপেক্ষাটা বছর পাঁচেক আগে ওর নিজের বাবা করেছিলো। ওর প্রেমকে পাত্তা না দিয়ে বিয়ে দিয়েছিলো যে ছেলেটির সাথে পরে জানা গেলো সে একটি নারী পাচার চক্রের দালাল। সে আঘাত সহ্য করতে পারেনি মাস্টার মশাইয়ের   ছেলে সুপ্রিয়। একাকী মাস্টার মশাই বেঁচেও মরেছিলেন। হঠাৎ তার পুত্রবধূকে আজ আবিষ্কার করলেন লখনৌতে তাঁর ভাইয়ের বাড়িতে এসে।
পুত্রবধূকে নিয়ে গতকাল মধ্যরাতে বাড়ি ফিরেছেন  মাষ্টারমশাই। বাইরের বারান্দায় সকালের মিঠে রোদ ঝলমল করছে। দাদু নাতনির খুনসুটিতে ভরে ওঠা ঘরটিতে বৃদ্ধ মাস্টারমশাইয়ের দিকে হাসি হাসি মুখে চেয়ে রয়েছেন ফ্রেমবন্দি এবাড়ির গৃহকর্ত্রী।
প্রতিভা তার পুরনো প্রেম ফিরে পেলো। আজ থেকে সে নিজের মেয়েকে নিয়ে সুপ্রিয়র বিধবা হিসাবে সসম্মানে বাঁচবে বাকী জীবনটা। আজই তো ১৪ ই ফেব্রুয়ারি। মনে মনে হাসলো প্রতিভা। রঙিন প্রেমের থেকে রঙহীন প্রেমে এত সুখ! সুপ্রিয়র ফটোটা তীব্র আশ্লেষে জড়িয়ে ধরে প্রতিভা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.