অণুগল্প ।। দুই প্রজন্ম ।। নিবেদিতা মুখার্জী
0
February 01, 2022
"কি সব যে হয়েছে আজকাল,কমপুটার,এছি,এয়ারকুলি,মুবাইল, ফ্যান তো সবসময় পনপন করে ঘুরছে,ওতে বাত হয়।"
"ঠিক করে উচ্চারণ করো ঠাম্মা, কমিউটার, মোবাইল, আর কি বললে ফ্যান চলে সারাক্ষন,তাও তো এসি লাগাইনি,অন্তত ফ্যানটা তো চলুক।তাতে বাত হলে হবে,কোন যুগে যে পরে আছো ঠাম্মা,খালি রান্না করে জীবন কাটিয়ে দিলে।"
কথা বলতে বলতে নাতনী একটা সোয়েটার দেখে বললো,"এটা কি বানানো?কে বানিয়েছে? তুমি?"
"হ্যাঁ, কুশিকাটা দিয়ে"
"আমাকেও শিখিয়ে দিও"
"হ্যাঁ, আমাদের সময়ের সবই তো খারাপ,আর তোমাদের সবই ভালো আর কি!"
"না,গো,
তোমাদের সময়ের আর আমাদের সময়ের উভয়েরই কিছু ভালো আর কিছু খারাপ,খারাপটা ছেড়ে দিয়ে ভালোটা নিতে হয়।"
তোমাদের সময়ের আর আমাদের সময়ের উভয়েরই কিছু ভালো আর কিছু খারাপ,খারাপটা ছেড়ে দিয়ে ভালোটা নিতে হয়।"
"তবে,বুঝলি তো,আয় তোকে সোয়েটার বোনা শিখিয়ে দিই।"
নাতনী বাধ্য ছাত্রীর মত ঠাকুমার কাছে সোয়েটার বোনা শিখতে লাগলো।...
-সমাপ্ত-
Tags