Click the image to explore all Offers

অণুগল্প ।। বিমান প্রামানিক


আমার জন্মভূমি


সাত বছর পর গ্রামে ফিরছি। রাস্তাঘাট সবই যেন আজ অচেনা,গ্রামে ঢুকতেই সেই রাস্তার ধারে পুরনো বটগাছটা দেখে স্মৃতিপটে জেগে উঠল ছোট্ট বেলার কথা। 

পাড়ার পাঁচ বন্ধু মিলে সারা পাড়া যেন মাতিয়ে রাখতাম। সবকিছু যেন এখন স্মৃতিতে গেঁথে আছে। গ্রাম আমার জন্মভুমি তাই একে ভুলে থাকতেই পারি না, বাধ্যতামূলক যেতেই হয়েছিল। 

    পাড়ার সবার কাছে আপন হয়ে ওঠা, সমাজসেবা মুলক কাজে উৎসাহ দেওয়া,  নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গ্রামকে উৎসবমুখী করে তোলা সবই যেন আজ মিছে হয়ে গেছে। সবকিছু আবার ফিরিয়ে দিতে নিজেও ফিরে পেতে এই মাটির টানেই চাকুরীতে বদলির সুযোগ নিয়ে গ্রামের স্কুলে যোগদান। গ্রামের সবার মুখেই আনন্দের হাসি। 

=====০০০=====


 

বিমান প্রামানিক 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.