Click the image to explore all Offers

কথাকাহিনি ২ ।। সম্পাদকীয় ও লেখক-সূচি

 


সম্পাদকের নিবেদন

'কথাকাহিনি' গল্প বিষয়ক ব্লগজিন প্রথম থেকেই আপনাদের যে ভালোবাসা পেয়েছে তাতে আমরা আপ্লুত । প্রথম সপ্তাহেই ভিউয়ারের সংখ্যা ৪০০০, যা অবশ্যই আশার কথা, আনন্দের কথা। 

     তবে আপনাদের কাছে আমাদের সনির্বন্ধ অনুরোধ শুধু দেখাই নয়, নবীন /প্রবীণ সাহিত্যিকদের সাহিত্যচর্চা -কে উৎসাহিত করতে, ভুলত্রুটি সম্পর্কে সজাগ করতে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই প্রার্থনীয়। আপনারা নির্দ্বিধায় মতামত জানান- পত্রিকা সম্পর্কে, লেখকদের লেখনি সম্পর্কে। বাংলা সাহিত্যের বিকাশের জন্য আপনাদের সহযোগিতা একান্ত ভাবে কাম্য।

     ধন্যবাদ সকল শুভানুধ্যায়ী সাহিত্যপ্রেমী, পাঠকবর্গ ও লেখক-লেখিকাবৃন্দকে।
                         নমস্কারান্তে  
                   বিশ্বনাথ প্রামানিক
              নির্বাহী সম্পাদক : কথাকহিনি
                    ১২/৯/২০





এই সংখ্যার লেখক-সূচি

 

  

অণুগল্পপ্রসঙ্গে : বিলাল হোসেন    

বড়গল্প ।। অরূপমমাইতি       

বড়গল্প।। শম্পা মাজি 


ছোটগল্প।। শংকর লাল সরকার

ছোটগল্প।। শুভাশিস দাশ     

ছোটগল্প।। পারমিতা রাহাহালদার (বিজয়া)

ছোটগল্প।। শুভজিত কুণ্ডু   

বিজয়ন্তসরকারের অনুগল্প সিরিজ 

দুটি অণুগল্প ।। বিশ্বনাথ প্রামানিক 

অণুগল্প।। মনীষা কর বাগচী  

ছোটগল্প।। সুবিনয় হালদার  

বড়গল্প।। চিত্তরঞ্জন গিরি   

অণুগল্প।। তরুণ মান্না    

বড়গল্প।। তরুণ প্রামাণিক  

বড়গল্প।। সিদ্ধার্থ সিংহ  

অণুগল্প।। অঞ্জলি দেনন্দী, মম 

ছোটগল্প।। শুভদীপ রায়   

ভ্রমণকাহিনি।। দেবাঞ্জন প্রামানিক 

=======000=======

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.