অণুগল্পঃ ফাঁকি ।। সৈকত মাজী
ফাঁকি
সৈকত মাজী
ক্লাসে ঢুকেই বীজন বাবু একবার চোখ বুলিয়ে নিলেন ভালো করে। ব্যাগ তিনটা রয়েছে মানে ফাঁকিবাজ গুলো স্কুলে এসেছে। চক ডাস্টারটা টেবিলে রেখে হতাশ ভাবে বললেন -
-আজও ফাঁকিবাজ গুলো ক্লাসে ফাঁকি দিয়েছে। হেড স্যারকে এবার জানাতেই হচ্ছে ।
বীজন বাবু ক্লাসে মন দিলেন।
শুভ,বাবাই আর বান্টি তিনজনে আজও ক্লাসে ফাঁকি দিয়ে স্কুলের পাশের অদুরে ভেসে যাওয়া নদীতে বেড়াতে এসেছে। ওরা মাঝে মাঝেই এখানে এসে নৌকো গুলোতে বসে গল্প করে অথবা জেলেদের মাছ ধরা দেখে অথবা ছিপ ফেলে মাছ ধরে।
শুভ, বাবাই, আর বান্টি তিনজন বেস্ট ফ্রেন্ড কেউ কাউকে ছাড়া থাকতে পারে না, পড়াশুনাতেও তিনজনই ভালো তাই তারা একটু বদমাইশি করলেও স্কুলের স্যারদের কাছে ওরা আদরের। আর ওদের সাহায্য সুলভ মনোভাবের জন্য স্কুলের বাকিরাও ওদের কে পছন্দ করে ।
স্কুলে ঢুকেই তিনজনে পড়ে যায় বীজন বাবুর সমানে,
-এই যে ফাঁকিবাজের দল,কোথায় যাওয়া হয়েছিল?
-স্যার মানে.....ওই স্যার একটু......
-স্যার এই লাস্ট বার স্যার,আর হবেনা স্যার, কথা দিচ্ছি স্যার।-বান্টি আর বাবাই একসাথে বলে।
-ঠিক আছে।মনে থাকে যেন পরের বার গার্জেন কল..
শুভ দের স্কুল ইন্টার স্কুল ফুটবল ফাইনালে উঠেছে। শুভরা খুব উত্তেজিত। শুভ বান্টি আর বাবাই কে বলে-
-চল ফাইনাল টা দেখে আসি খেলাটা হেব্বি জমবে।
-কিন্তু যাবি কি করে?-বান্টি বলে
-তাছাড়া বাড়ি থেকেও ছাড়বে না।-বাবাই বলে
একটু চিন্তা করে শুভ বলে-
-না জানিয়ে।বাসে যাব বাসে আসব মোটে তো ৮ কিমি। শোন আমারা স্কুল থেকে ক্লাস ফাঁকি দিয়ে বেরিয়ে যাব।
-ঠিক আছে -বান্টি আর বাবাই সহমত প্রকাশ করে।
সেদিন সকাল থেকেই থেকে থেকে বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যের পর থেকে জাকিয়ে নামিয়েছে।বান্টি আর বাবাই বাড়ি ফিরেছে ভিজে ভিজে, ফিরেই বকুনি। কিছুক্ষণ পর শুভর বাবা আসে বান্টিদের বাড়িতে, শুভ এখনও ফেরেনি, বাবাই দের বাড়িতেও নেই । বান্টি জানায় ওরা তিনজন একসাথে খেলার শেষে একটা টেম্পুর পেছনে ঝুলে ঝুলে ফিরছিল। মোড়ে নেমে আর লক্ষ্য করেনি। কথাটা শুনে ওরা সবাই শুভকে খুজতে বেরিয়ে পড়ে।
বৃষ্টি তখনও পড়ছিল।খবর পেয়ে বীজন বাবুও এসেছেন।ওদের বাস স্ট্যান্ড থেকে ৫০০ মিটার দূরে রাস্তাটা বাঁক নিয়েছে খুজতে খুজতে ওরা দেখে একটা কিছু পড়ে রয়েছে। কাছে গিয়ে দেখে রাস্তাটা রক্তে ভেসে যাচ্ছে । মাথার পেছন দিকটা ফেটেছে।
বান্টি আর বাবাই এক সাথে ডেকে ওঠে-
"শুভ এই শুভ "
কিন্তু ফাঁকিবাজের নিঃসাড় শরীরটা পড়ে থাকে শুধু ।
=====০০০=====