Click the image to explore all Offers

অণুগল্পঃ লাঠি ।। অঞ্জনা দেব রায়



লাঠি

 

অরুনবাবু বাজার থেকে বড় একটা মাছ কিনে নিয়ে এসে বাড়ির সবাইকে ডাক দিল। আরুনবাবুর তিন ছেলে, বউমা  ও নাতি নাতনিরা সবাই বেরিয়ে আসল। ছেলে ও বউমারা বলে উঠলো এত বড় মাছের তো অনেক দাম। আপনি এত টাকা কোথায় পেলেন? আপনি তো অল্প টাকা পেনশন পান। আরুনবাবু বললেন তোমরা যে সংসার খরচের টাকা দাও তার থেকেই এনেছি। ছেলেরা বলল একদিনে এত খরচা করলে চলবে কি করে  বাবা? বউমারা বলল আমাদের সাথে থাকতে হলে আমরা যেরকম বলব সেরকম বাজার করতে হবে। আপনার পচ্ছন্দমত আনলে চলবে ন । ছেলেদের ও বউমাদের কথায় আরুনবাবু মনে খুব কষ্ট পেলেন। আরুনবাবু একান্নবর্তী পরিবারটিকে আনন্দে রাখার জন্য নিজের সুখের দিকে কখনো তাকান নি। একসময় যে পরিবার তার উপর বিশ্বাস ও ভরসা করে নিশ্চিন্তে  থাকত আজ সে পরিবার তার  উপর বিশ্বাস ও ভরসা করতে পারছে না। সব বুঝতে পেরে মনে কষ্ট নিয়ে একদিন আরুনবাবু" আমার প্রয়োজন তোমাদের কাছে ফুরিয়েছে" এই কথাগুলো চিঠিতে লিখে বৃদ্ধাশ্রমে চলে গেলেন। কিছু দিনের মধ্যেই ছেলেরা ও বউমারা বুঝতে পারল যে বাবা তাদের কাছে কত বড় ভরসা ছিল। যে শক্ত লাঠির উপর ভর করে আরামে চলছিল সেই লাঠিটাকেই তারা অবহেলা করেছে। বুঝতে পেরে সবাই মিলে চলল খোঁজ করে শক্ত লাঠিটাকে ফিরিয়ে আনতে।

======০০০======


অঞ্জনা দেব রায়

 ৫৫৩  পি মজুমদার রোড, কলকাতা-৭৮

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.