Click the image to explore all Offers

অণুগল্প : একটি অপূর্ণ ইচ্ছা ।। তরুণ মান্না


একটি অপূর্ণ ইচ্ছা 

               --তরুণ মান্না 


   তিরিশ বছর পর তোমার খবর পেলাম ।খবর নয়,দুঃসংবাদ।কর্কট রোগাক্রান্ত তোমার একটা ব্রেষ্ট কেটে বাদ দিতে হয়েছে ।ধূসর অতীতের আড়াল থেকে জেগে উঠছে একটি অবয়ব ।পরণে আটপৌরে তাঁতের শাড়ি।ডয়েলের ব্লাউজের অন্তরালে জেগে থাকা ব্রা তোমার নাতিবৃহৎ পয়োধর দুটিকে যক্ষের ধনের মতো
আগলে রেখেছে।
   দু'একবার তোমার ওষ্ঠে ওষ্ঠ রেখেছি ।কিন্তু কোনোদিন কোনো অছিলায় তোমার বুক স্পর্শ করি নি ।বিশ্বাস করো,কোনো দিন এ ইচ্ছা
মনে জাগে নি।তোমার অপাপবিদ্ধ মুখের দিকে তাকিয়ে মনে হতো কোনো শাপভ্রষ্টা দেবী ।
   আজ এত বছর পর কেন জানি না তোমার স্তনহীন কাটা জায়গাটায় একটু হাত বুলিয়ে দিতে ইচ্ছে করছে ।খু-উ-উ-ব ইচ্ছে করছে ...
   কিন্তু সব ইচ্ছা কি পূর্ণ হয় ? তুমি তো জানো আমার প্রিয় খেলা ছিল ফুটবল।গোলকিপার ছিলাম।বন্দুকের গুলির মতো তীব্র গতিতে ছুটে 
আসা বল এ বলিষ্ঠ হাতে আটকেছি একদিন ।কিন্তু আজ সেই হাত নিশ্চল স্থাণুর মতো পড়ে থাকে বিছানায়...

=====০০০=====



Tarun Manna.
Vill:Khandalia
P.O. : Kalatalahat.
Via : Falta.
Dist : South 24Parganas.
PIN : 743504.
M.NO. : 9732035536
              9851648323.
E-mail : mina.tarun.manna@gmail.com


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.