Click the image to explore all Offers

অণুগল্প।। প্রয়োজন ।। অঞ্জনা দেব রায়।।

 

 প্রয়োজন

  অঞ্জনা দেব রায়

 
 রুবি হাসপাতাল থেকে গরিহাটের দিকে যেতে বোসপুকুর মেইন রোডের কাছে একটি ফ্ল্যাটে থাকে রুমা তার স্বামী তমাল ও তাদের মেয়ে পাখি।
রুমা ও তমালকে দেখে সুখী কাপল বলে মনে হয়।কিন্তু মাঝেমধ্যে রুমের ফ্ল্যাট থেকে চেঁচামেচি শোনা যায় আর কান্নার আওয়াজ ভেসে আসে। রুমার বিয়ে হয়েছে ত্রিশ বছর হল । বিয়ের পর পর তমাল রুমাকে  খুব ভালবাসত আর সব সময় রুমার খেয়াল রাখতো । রুমাও তমালকে খুব ভালবাসত ও বিশ্বাস করত ।  তারপর কয়েক বছর পর ওদের মেয়ে হল । মেয়েকে নিয়ে তমাল ও রুমার আনন্দের সংসার খুব ভালো চলছিল।  তমালের যাতায়াতের সুবিধার জন্য অফিসের কাছে কলকাতায় ফ্ল্যাট কিনে  রুমারা চলে এসেছিল । কলকাতায় এসে তমাল একটু একটু করে পাল্টে গেল । তমাল ও রুমা দুজনেই গান করত । কলকাতায় এসে তমাল  অফিসের পর গানের চর্চা করত , আর মাঝেমধ্যে গানের অনেক প্রোগ্রামও করত  । কিন্তু রুমা মেয়ের দায়িত্ব পালন ও সংসারের কাজ কর্মের জন্য গানের চর্চা করার সময় পেত না । তারপর আবার তমাল তার মায়ের কথায় ঘরে মাঝে মধ্যে অশান্তি করত  । তমালের মা ছিল অহংকারী ও দুষ্টু বুদ্ধি সম্পন্ন মহিলা । ছেলে বউ এর ভালো থাকা উনি সহ্য করতে পারতেন না । ফোন করে ছেলের কানে বানিয়ে বানিয়ে বউ এমনকি নাতনির নামে নালিশ করতে দ্বিধা করতেন না । তমালের অন্য ভাইয়েরা খুব ভালো, তারা মায়ের নালিশ শুনে ঘরে ঝগড়া না করে বউ ও ছেলে মেয়ের সাথে ভালো ব্যবহার করত আর খুব ভালো ও বাসত । কিন্তু তমালের কাছে তার মায়ের সব কথাই বেদবাক্য ছিল । ফলে তমাল মায়ের কথা শুনে ঘরে বউ ও মেয়েকে টিপ্পনি দিয়ে কথা শোনাতো আর ঝগড়া করত ।  তমালের মায়ের কথা ছিল বউরা হলো পরের বাড়ির মেয়ে ,  আর বউদের কোন কথা যেন ছেলেরা না শোনে ।  বউরা শুধু ঘরের কাজ করবে, উনাদের কথায় উঠবে বসবে আর ওনাদের সেবা করবে । কিন্তু তমালের বউ রুমা হল নিজে শিক্ষিত ও শিক্ষিত পরিবারের বড় লোকের মেয়ে । ফলেে রুমা কোন অন্যায় কথাা মেনে নিতে পারত না আর তার জন্য অশান্তি হতো ঘরে। । রুমাা কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়ির সবাইকে শ্রদ্ধা ও সম্মাান করে ও সবাইকে আপন করে  নিজেকে সবার কাছে প্রিয় করে রাখতে চেয়েছিল  । কিন্ত বিয়ের  ত্রিশ বছর পর এসে দেখল ও বুুঝল রুমা ছিল তমাল ও তার পরিবারের কাছে শুধুই প্রয়োজন মাত্র  ।
 
তারিখ- ১২/১০/২০২০
ঠিকানা- ৫৫৩, পি মজুমদার রোড, কলকাতা - ৭৮
ফোন নম্বর - ৯৩৩০৬১৭১২৮/৯৪৩২১৬০১০৯ 


 




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.