বিজ্ঞপ্তি
লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫
নভেম্বর ২১, ২০২৪
অলৌকিক
©অঞ্জলি দে নন্দী, মম
আমি অরণ্যে একা হাঁটতে ভালোবাসি। যখন তখন তাই কয়েকমাস ধরে শুধুই জঙ্গলে হাঁটি। এমনি এক সময় - ঝড় উঠলো। বৃক্ষের ডাল ভেঙ্গে পড়লো। আমি নিজেকে রক্ষা করছি। সারাদিন প্রলয় কান্ড। বিকালে থামলো। রাত গভীর হল। ফুটফুটে জ্যোৎস্না উঁকি ঝুঁকি দিচ্ছে বনের ভেতর। আলো আঁধারীর লুকোচুরি। পাতার ফাঁকে ফাঁকে ফাঁকে চন্দ্র কিরণের ছোঁয়াছুঁয়ি। ঝড় বিদায় নিয়েছে। শান্ত, নিঝুম, বিদ্ধস্ত অরণ্য। হঠাৎ এক বিরাট সফেদ বিহঙ্গ উড়ে এসে হাজির জঙ্গলে। আমার গা ঘেঁষে এসে মাটির ওপরে বসলো। আমার ভাষায় বললো, " ওহে অরণ্য প্রিয় পথিক! তুমি কী ভালোবেসে এদের শাখাদের পুনরায় বৃক্ষের অঙ্গে জুড়ে দিতে পারো? " আমি বললাম, " না, আমার সে শক্তি নেই। " সে বললো, " আমি পারি! তবে তখনই সম্ভব যদি তুমি আমায় সাহায্য কর। " আমি বললাম, " সাধ্যের মধ্যে হলে, অবশ্যই করবো! " ও বললো, " নিশ্চয়! তোমার সাধ্যের মধ্যেই। " সময় বললাম, " শুনি তাহলে কীরকম; " সে বললো, " আমার পাখা থেকে তোমাকে সব পালক খুলে নিয়ে ওই শাখার স্পর্শ করাতে হবে। তখন ঐ শাখাগুলি নিজে নিজেই উঠে গিয়ে গাছেদের আপন জায়গায় জুড়ে যাবে। যখন তুমি আমার পালক খুলবে তখন আমি তোমায় ঠোকরাতে যাবো। কিন্তু তুমি ভয় পেয়ে আপন কর্ম ত্যাগ করতে গেলেই নিজের হাঁটার শক্তি হারাবে। আর যদি নির্ভয়ে আমার ঠোকরানো সহ্য করে নিজ কর্ম সুসম্পন্ন কর এবং ঐ বিটপিগুলির ভেঙ্গে পড়ে থাকা শাখাগুলিকে বৃক্ষের সঙ্গে ফের জুড়ে দিতে পারো তো আমি তোমাকে এমন এক অলৌকিক শক্তি দান করবো যার সাহায্যে তুমি চন্দ্র ভূমির জঙ্গলে আমার পিঠে চড়ে বেড়াতে পারবে কোনও পার্থিব শ্বাসকারী অক্সিজেন ছাড়াই। এই শ্বাস শক্তি তোমার আজীবনের জন্য তুমি লাভ করবে। রাজি আছো তুমি কী? " আমি বললাম, " হ্যাঁ। " শুরু করলাম। কিন্তু আশ্চর্য! আমি ওর সব পালক খুলে নিলাম। ওর চোখ দিয়ে জল পড়লো। অথচ ও আমাকে আদৌই ঠোকরালো না। একটুও শব্দ পর্যন্ত করলো না। এরপর সকল গাছ আবার ঝড়ের পূর্বের মত হয়ে গেলো। আর আমি যখন আমার কাজ সম্পূর্ণ করে ওর কাছে ফিরে এলাম দেখলাম ওর ডানায় আবার আগের মতোই পালক সজ্জিত হয়ে গেছে। আর সে আমাকে নিয়ে চললো চাঁদের মাটির উদ্দেশ্যে........PM 13:28Monday07, 09, 2020দিল্লী