বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছোটগল্প ।। ঝালমুড়ি ।। কানুরঞ্জন চট্টোপাধ্যায়





                  

                               ঝালমুড়ি


 

                         কানুরঞ্জন চট্টোপাধ্যায়

 

কলকাতা গিয়েছিলাম । হাওড়া থেকে ট্রেনে বর্ধমান ফিরছি  

ফাস্ট লোকাল , গুটিকয় স্টপেজ আছে, আমার কামরাটা প্রায় পুরোটাই ডেলি প্যাসেঞ্জারে ভর্তি

ডেলি প্যাসেঞ্জারদের ছোট ছোট দল থাকে । সাধারনত একই অফিস বা পাশাপাশি দু তিনটি অফিস মিলে দল তৈরি হয় । আবার একই পেশার মানুষরাও স্বতন্ত্র দল তৈরি করে ।  ডেলি প্যাসেঞ্জাররা শুধু বহিরাগতদের সাথে ঝগড়ার সময় সবাই একজোট হয় বাকী সময় তারা আলাদা আলাদা দলে ভাগ হয়ে থাকে নিজেদের মধ্যে তাস পেটে অথবা সারাদিনের গরম স্মৃতিগুলো জাবর কাটে

আবার এদের মধ্যে এমন কেউ থাকে, যে হয়তো সদ্য চাকরিতে ঢুকেছে , এখনো দল জোটাতে পারে নি সব দল থেকেই প্রশ্ন করে , " দাদা , কোথায় বাড়ি ? কোন অফিসে আছেন ?" তারপর একসময় অজান্তেই একটা গোষ্ঠীতে ঢুকে পড়ে।

আমি জানালার ধারে একটা সিট পেয়ে শরীর এলিয়ে দিয়েছি এইসব ট্রেনে জানালার ধারে বসার জায়গা পাওয়া মানে ভাগ্যের ব্যাপার । সারাদিন অনেক ধকল গেছে । ঠান্ডা হাওয়ায় চোখে ঝিমুনি ধরে এসেছে।

ডানকুনি পেরোতেই এক ঝালমুড়িওয়ালা পাশের কামরা থেকে এই কামরায় এলো সঙ্গে সঙ্গে সব ডেলিপ্যাসেঞ্জার তাকে ছেঁকে ধরে ' হারুদা একটা সিঙ্গিল', ' হারুদা একটা ডাবল' বলে হাঁক পারতে লাগলো ঝালমুড়িওয়ালা , যার নাম হারুদা , মাঝবয়স্ক ব্যাক্তি । মাথার অর্ধেক চুলই সাদা। চেহারা বেশ রোগা , ঝালমুড়ির সরঞ্জামসহ ঝাঁকা গলায়  ঝোলাতে গিয়ে কোমর বেঁকে গেছে।

ঝালমুড়িওয়ালা অতি দ্রুততায় মুড়িতে চানাচুর-তেল-মশলা-লঙ্কা-পেঁয়াজ-বাদাম-আচার-আলু-শশা-মটর মাখিয়ে লম্বাটে নারকেলের ফালি আর মশলা মাখানো কাঁচা লঙ্কা দিয়ে ঠোঙ্গায় ভরে হাতে হাতে দিতে লাগলো

 ঝালমুড়ি খেতে খেতে ডেলি প্যাসেঞ্জারদের চোখ মুখ বদলে যেতে লাগল । কারো মুখ লাল হয়ে গেলো কারো বা চোখ দিয়ে জল গড়াতে লাগলো অনেকেই ঝালের চোটে হুশহাশ করতে করতে বোতল খুলে জল খেল।

আমি বললাম , " দাদা একটা ঝালমুড়ি দেবেন লঙ্কা ছাড়া"।

ঝালমুড়িওয়ালা জিজ্ঞাসা করল " দাদা কি এই ট্রেনে নতুন ? হারুদার ঝালমুড়ি চাইছেন লঙ্কা ছাড়া !"

ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বানিয়ে হাতে ধরিয়ে দিয়ে বলল , " নিন একটা সিঙ্গিল , দশ টাকা"

সেই ঝালমুড়ি মুখে দিয়ে আমার আলজিভ অবধি জ্বলে গেল, তার সঙ্গে কাশি ঝালমুড়ি যে এত ঝাল হয় জানতাম না

আমার পাশে একটা ত্রিশ বত্রিশ বছরের ছেলে বসে ছিল বাঁ চোখের কোন দিয়ে জল গড়িয়ে পড়ছিল ঝালমুড়ি খেতে খেতে মাঝে মাঝে হাতের উলটো পিঠ দিয়ে জল মুছছিল

তাকে জিজ্ঞাসা করলাম , " ভাই , ঝালমুড়ি এত ঝাল কেন ?"

সে বলল," দাদা, এটা বর্ধমান ফাস্ট লোকালের স্পেশাল হারুদার ঝালমুড়ি আর অন্য কোথাও পাবেন না"

" আপনি কিন্তু উত্তর দিলেন না , এত ঝাল কেন ?"

সে বললো , " দাদা, এই মানুষগুলোর দিকে তাকিয়ে দেখুন ।  সকাল থেকে  লড়াই শুরু হয়। টোটোওয়ালা দাঁত  খেঁচায় , ট্রেন লেটে চলে, বাসে ঠেলাঠেলি করে , অফিসে পাবলিক মেজাজ দেখায় , বস চোখ দেখায় , অফিস মাইনে কম দেয় – বাড়ি ফিরে আবার বউএর মেজাজ আর মা-বউএর লড়াই সহ্য করতে হয়, জমা খরচের হিসেব  মেলাতে হয়হারুদার ঝালমুড়ি সারাদিনের কষ্টগুলোকে চোখের জলে বের করে দেয় । আবার সবাই বাড়ি ফিরে নতুন লড়াইএর জন্য তৈরি হয়"

আমি হতচকিত হয়ে গেলাম বিভিন্ন দ্রব্যের বিভিন্ন ব্রান্ডের কথা শুনেছি , কিন্তু ঝালমুড়ির এই স্পেশাল ব্রান্ড কোনোদিন জানতাম না ঝালমুড়িকে সেফটি ভালভ হিসাবে হিসেবে ব্যবহার করে বিক্রি এত বাড়িয়ে দিয়েছে !

একটা প্রশ্ন মাথায় আসছিল , জিজ্ঞাসাই করে ফেললাম ," সিঙ্গল , ডাবল- এইসব নিশ্চয় ঠোঙ্গার আকারের ব্যাপার নয়

" ঠিকই ধরেছেন, ওটা ঝালের ডিগ্রির ওপর নির্ভর করে । সিঙ্গল হলে খুব ঝাল আর ডাবল হলে খুব বেশী ঝাল" 

ঝালমুড়িওয়ালা গলা থেকে ঝাঁকা নামিয়ে দরজার ধারে মেঝেতে বসে বিড়ি খাচ্ছিল।

আমি কাছে গিয়ে বললাম , " হারুদা এই টিফিন কৌটোতে দুটো ঝালমুড়ি দিন । ট্রিপল হবে কি ?"

-------------  

ঋণস্বীকার, ছবি- ইন্টারনেট 


 

ঠিকানা- রাজগঞ্জ, বর্ধমান

যোগাযোগ- ৯১২৬৫৭৩০১০

                                      

 

 

 

 

 

 

 

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.