বেদনার বালুচর
শিউলি মন্ডল
ঝাউবনের মৃদুমন্দ বাতাস যেন বঙ্গোপসাগরের প্রতিবাদী ঢেউয়ের সাথে ধ্রুপদী আলাপে ব্যস্ত ।দূরের দিগন্ত রেখায় মৎস্যজীবীদের ট্রলার যেন বিগলিত স্বর্ণালী আভায় স্নাত হয়ে প্রতিফলিত করছে সৃষ্টিকর্তার অনির্বচনীয় শৈল্পিক সত্ত্বা। মুগ্ধতার চরম আবেশে সম্পৃক্ত হৃদয় সৌমিলির মনে জাগিয়ে তুলেছে শিশুসুলভ মানসিকতা। বালুকারাশিকে ভালোবাসার তাজমহলের রূপ দিতে চাইলেও , তা স্বৈরাচারীতার প্রতীক বাস্তিল দুর্গে পরিণত হচ্ছে বারবার। হঠাৎ এক অতি পরিচিত হাসির ধ্বনিতে প্রতিবর্ত ক্রিয়া স্বরূপ চোখ চলে যায় তার উৎস অভিমুখে। অতিপরিচিত সুগন্ধির মাদকতায় এক ঠাণ্ডা স্রোত বয়ে যায় তার মেরুদন্ড বেয়ে। ঐ যে সৈকতে, তার একান্ত আপন প্রাণপুরুষ সৌম্য, কার সাথে ব্যস্ত আলাপচারিতায় ? এই অপরিচিত অজ্ঞাত মুখ খানিই সে দেখেছে সৌম্যর ডায়রির পাতার ফাঁকে। বিশ্বাসঘাতকতার এক বিশাল ঢেউ এসে যেন ভেঙে চুরমার করে দেয় তার বালুকাময় বিশ্বাসের তাজমহল।
----------@@@@--------