ভালোবাসা রূপে হয় না
চন্দন চক্রবর্তী
নিজের ছোট্ট ঘরের চার দেওয়ালে বন্দি আমার জীবন । জানালা পর্দায় ঢেকে লোক চক্ষুর আড়ালে নিজেকে গুছিয়ে নিয়েছি । দিনের আলোকে নিরুপায় হয়ে শত্রু করে নিয়েছি যখন, রাতের প্রতিক্ষায় আমার দিন যাপন । অতএব তখন আমার কালোই ভালো । আসলে কালো হয়ে গেছে আমার মন । ভিখিরীর শুধু পেটের জ্বালা আমার জ্বালা তনু মন জুড়ে । তাই তো আমি আঁধারকে বন্ধু ভেবে আমার কুরূপ রূপকে করেছি গৃহবন্দি ।
আমাকে দেখে কেউ হা হতাশ করবে ; সে আমার সাইবে না । কারো মুখে দয়ার কথায় আমার আসে কান্না যে । তাদের মুখের সান্ত্বনা আমার কানে বাধে । না দয়া আমি চাই না । তাই রাত্রির সাথে আমার মিতালী । রাত্রিকে আমি বন্ধু ভেবে দিনকে দিয়ে দিয়েছি ছুটি । রাত্রিকে তাই ভালোবাসি । এখন রাত্রি হোক আমার চির সঙ্গী ।
আমার জীবনের প্রভাতবেলায় বাবার ভোরের গানে আমি ঘুম থেকে ওঠতাম । বাবা ভোরে গলা সাধতে বসত । আমিও তাড়াতাড়ি তৈরি হয়ে বাবার পাশে গিয়ে গলা সাধি । স্কুলে আমার বন্ধুদের সাথে সেই দিনগুলো হেসে খেলে কেটে যেত । তখন দিনের আলোকেই শুধু ভালোবাসতাম । জীবনের যা কিছু চাওয়া পাওয়া তাতো আমি দিনের আলোয় পেয়েছি । অন্ধকারে তখন আমার ভয়,আঁধারে আমার তখন গা ছম ছম করত ।
ক্রমে বড় হলাম,নারী পুরুষ দুই আলাদা সৃষ্টিকে বুঝলাম । পুরুষ চোখের তির্যক ভ্রুকুটি আমাকে উদ্বেল করে,কেমন লজ্জায় মুখ রাঙা হয়ে উঠে,আনতনয়ন হয়ে যাই । পুরুষের মুখে আমার রূপের প্রশংসায় আমি গরবীনি । তখন যেন বিকেল আমাকে হাত ছানি দিয়ে ডাকে । ধীরে ধীরে আমি যেন সন্ধ্যাকেও ভালোবেসে ফেললাম । তখন আমি কারো ভালোবাসা রূপে চিহ্নিত । একটু আদর,একটা উষ্ণ চুমুর প্রতিক্ষায় আমার সন্ধ্যার বন্দনা শুরু,একটু আড়াল তখন চাই যে আমি । কিন্তু যে আঁধারে আমার নারীত্ব সম্মানিত সেই আঁধারই শেষে আমার কাল হল । একদিন সন্ধ্যা পেরিয়ে সবে রাত হয়েছে । কোন একজন "তুমি যে আমাকে অশেষ করেছ । তোমাকে না পেলে আমার মনের ব্যাথা ঘুচবে কিসে ? যদি আমাকে ভালো না বাস,দাও তবে বিষ তোমার নিজ হাতে, জীবন ফুরাই সেই তীব্র বিষে । আমি বললাম,ফুল গাছেই সুন্দর,তাকে ছিড়ে হাতে নিলে তা ক্ষণস্থায়ী হয়ে যায় । অল্প সময়ে পরেই তার মৃত্যু ঘটে । তাকে গাছেই শোভা পেতে দাও । তার শোভা দেখ । সেওতো একরকম পাওয়া ।
না তাকে বোঝাতে পারলাম না । আমাকে চেয়ে,না পেয়ে সে বিভ্রান্ত,অন্ধকারে আমাকে সে আমাকে নিয়ে যেতে চাইল । বুঝলাম সে আমাকে ভালোবাসে নি । আমার সার নিয়ে খেলাটাই তার লক্ষ ।
আমি সম্পর্ক ছিন্ন করতে তাকে এড়িয়ে চলতে লাগলাম । এসিডে পুড়িয়ে চরম শাস্তি দিয়ে গেল । নিজে না পেয়ে ফুলটাকে দলে মুচড়ে শেষ করে দূরে নিক্ষেপ করলো ।
তারপর থেকে আমি এই ঘরে বসে থেকে জানলা দিয়ে তাকিয়ে থাকি রাত্রির অপেক্ষায় । আমি চাইনা কারো দয়া । আমার ভালোবাসার মৃত্যু হয়েছে । এখন আমি দয়ার পাত্র ? না আমাকে দেখে কেউ আহা উহু করে,আমি চাই না । আমার আগের রূপের খ্যাতি নষ্ট হয়ে গেছে । তাই বলে সবাই সেটা নিয়ে খেদ প্রকাশ করুক আমি চাইনা । আমি তাই আঁধারকে আমার সাথী করেছি,দিনের আলো কে করেছি শত্রু " ।
একদিন ছাতা মাথায় সে এলো । দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে চলে গেল । আমি জানলা থেকে সরে গেলাম । কিন্তু পরের দিন ও আবার এলো ! আমি আজকে আর জানলা থেকে সরিনি । খালি পর্দার আড়ালে থেকে ওকে দেখছিলাম । দিনের পর দিন এভাবে চলতে লাগলো । আমি এখন দিনের প্রতীক্ষায় কাল কাটাই । একদিন না এলে আমার মনটা আনচান করে । কিন্তু মনে প্রশ্নটা থেকেই যায়,আমার কদর্য রূপে ওর মুগ্ধতা আসে কেমন করে ! এইভাবে চলতে চলতে,আমি কখন ধরা পড়ে গেছি । আমি যে তার প্রতিক্ষায় থেকে এখন দিন কাটাই,সেটা সে ধরে ফেলেছে ।
একদিন সে আমাকে স্পষ্ট বললো,সে আমায় ভালোবাসে । সে বলল,তোমার ভালোবাসা তোমায় ছেড়ে গেছে । তোমার কুরূপ মুখচ্ছবি তাকে তোমার প্রতি বিরূপ করেছে । কিন্তু আমি সরল,আমি সোজা আমার ভালোবাসা কুরূপ বিরূপ বোঝে না । আমি জানি আমার ভালোবাসার এই কুরূপ আমার জীবনে আশীর্বাদ হয়ে আসবে । আগে তুমি ছিলে তোমার রূপে বিভোর । তাই আমার ভালোবাসাকে তখন চিনতে পারনি । তখন আমি দূর থেকে তোমায় ভালোবাসতাম । তোমার ভালোবাসা ছিল রূপের কাঙাল । তোমার রূপ হারিয়েছে । তাই সেও সরে গেছে । আর আমি তোমাকে দূর থেকে ভালোবাসতাম ।সে তোমার রূপকে নয় । তাই সুরূপে তোমাকে না পেয়ে এখন তোমাকে কুরূপে বেঁধেছি । এসো আমার সঙ্গে, তোমাতে আমাতে হাতে হাত ধরে চলে যাব দূর থেকে দূরে যেখানে পৃথিবীটা কুরূপ সুরূপের চর্চা করে না । দিনের আলোয় যেখানে শুরু হয় পাখির কুজন,ফুলে ফুলে শুরু হয় ভ্রমরের গুঞ্জন । চল চলে যাই সেই চির বসন্তের দেশে । আমরা হই আলোর পথের যাত্রী । অক্ষয় হোক আমাদের ভালোবাসা । পৃথিবীটাকে বার্তা দিয়ে যাই,ভালোবাসা জোর করে পাওয়া যায় না । ভালোবাসার জোরে কুরূপকেও জয় করা যায় "।
আজ থেকে আমি মুক্ত,আমি যে আবার নতুন দিনের আলোর সন্ধান পেলাম । জানলার পর্দা তুলে বাইরে তাকিয়ে দেখি,শুধু আলোয় আলো ! যে আলো পৃথিবীর যত কালোকে ঢেকে দেবে,দেবে এক আনন্দময় সংবাদ । এই শুভ আলোই হোক মঙ্গলময় আমার মত যারা তাদের লাগি ।
----------------------------
ছবি ঋণ- ইন্টারনেট