অণুগল্প ।। মোনালিসা পাহাড়ী
0
December 05, 2020
মানুষ
মোনালিসা পাহাড়ী
বংশজ সান্যাল বাড়িতে বংশধর হলো।আছড়ে পড়লো বাঁধভাঙা খুশি।মুহূর্তে সকলের মুখ কালো।মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।খিদেতে একরত্তি প্রাণ কাতর।
ডাক্তার বললেন ওয়ার্ডের সব মায়েদের কাছে দুধ চেয়ে খাওয়ানোর জন্য।সান্যাল গিন্নি নাছোড়বান্দা, কিছুতেই জাত খোয়াতে পারবেন না বংশধরের।অথচ বাইরের খাওয়ার শিশু মুখে দিলনা।
সংস্কারমুক্ত দিদিমা অন্য মায়েদের থেকে বুকের দুধ চেয়ে চেয়ে খাওয়ালেন ।শিশু বল পেল। সাতদিনের দিন মায়ের বেডে গেল।
ডিসচার্জের সময় ডাক্তার শিশুকে আদর করে বললেন 'তুই তো জন্মেই সব জাত পাত ধর্মের বেড়া পেরিয়ে সত্যিকারের মানুষ হয়ে গেলি,কারো কারো তো সারাজীবন লেগে যায়।'
::::::::::::::::::::::::::::::::::::
মোনালিসা পাহাড়ী
প্রযত্নে- চন্দন দাস
মনোহরপুর, গড় মনোহরপুর
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, ৭২১৪৫১
ফোন-9635269527
Tags