তরুণ মান্না
এক ছিল মোটা কেঁদো বাঘ।সে ছিল এক বনের রাজা।তার রাজ্যে একটা নিয়ম প্রচলিত ছিল।সে প্রজাদের নিরাপত্তার দিকটা দেখত।পরিবর্তে প্রজারা তাকে রোজ দুটো করে পশু ভেট দিত।
একদিন কোথা থেকে একটা সাদা বাঘ এসে উপস্থিত হল।তাকে দেখে কেঁদো বাঘ আক্রমণে উদ্যত হল।সাদা বাঘ বলল--"আমাকে মেরো না।
আমি তোমার শত্রু নই।আমি অহিংস।শাকাহারী" সে দু-চারটে ঘাস-পাতা চিবিয়ে খেয়ে দেখাল।এবং আরো বলল-"আমি তোমার রাজ্যে একটু আশ্রয় চাই।" কেঁদো বাঘ তাকে বসবাসের অনু-মতি দিল।অন্যান্য পশুদের সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে উঠল।সে সবাইকে বোঝালো--"ও তো তোমাদের সর্বনাশ করছে।এ ভাবে রোজ দুটো করে পশু ভেট দিতে থাকলে একদিন তোমাদের বংশে বাতি দিতে কেউ থাকবে না।অতএব ওকে সরিয়ে দাও।আমি তো শাকাহারী।আমি রাজা হলে তোমাদের আর পশু ভেট দিতে হবে না। তোমরা সুখে-শান্তিতে বাস করবে।"বনের পশুরা একজোট হয়ে কেঁদো বাঘকে সরিয়ে সাদা বাঘকে সিংহাসনে বসালো।
সাদা বাঘ রাজা হওয়ার পর থেকেই বনে পশুর সংখ্যা দ্রুত কমতে লাগল।পশুদের কে কীভাবে গায়েব করছে তা কেউ বুঝতে পারছে না।একদিন রাতে এক শেয়াল দেখতে পেল,সাদা বাঘের গুহার পাশে পশুদের প্রচুর হাড়গোড় পড়ে আছে।সে বনের বিশিষ্টদের ডেকে এনে দেখাল।দেখে সবাই বুঝতে পারলো,তাদের আবার ভুল হয়ে গেছে।তারা এবার তপ্ত কড়াই থেকে জ্বলন্ত উনানে এসে পড়েছে ।
বিষণ্ণ মনে সবাই বাড়ি ফিরে গেল।শেয়াল বাড়ি ফিরছিল ।হঠাৎ ঝোপের আড়াল থেকে ভেসে এল--"ওয়েল ডান।এভাবেই চালিয়ে যাও।
--"আপনি নিশ্চিন্ত থাকুন,স্যার।কোনো কাজেই বিফল হবো না।শুধু আমার কথাটা একটু মনে রাখবেন ।,স্যার।"
--"চিন্তা কোরো না ।এবার আমি রাজা হলে তুমিই হবে মন্ত্রী..."
----------------------
ছবি ঋণ- ইন্টারনেট
Tarun Manna.
Vill--Khandalia.
P.O.--Kalatalahat.
Via--Falta.
Dist--South 24Parganas.
PIN--743504.
M.No.--9732035536