Click the image to explore all Offers

প্রচ্ছদ ও সূচিপত্র, কথাকাহিনি-১৬



দেখতে দেখতে আরও একটা বছর প্রায় শেষ হয়ে এল।  ২০২০ সালের সেপ্টম্বরে ''নবপ্রভাত'' পত্রিকার সম্পাদক বন্ধুপ্রবর নিরাশাহরন নস্করের হাত ধরে  গল্পপত্রিকা ''কথাকাহিনি''র পথ চলা শুরু। এই দুর্গম  পথ  চলতে চলতে অনেক বন্ধু লেখক -লেখিকা, সম্পাদক-সম্পাদিকা, পাঠক-পাঠিকার সান্নিধ্য লাভ করেছি। তাঁদের সবাইকে আমার অন্তরের শ্রদ্ধ্যা ও ভালোবাসা।  এই পথচলা চলতে থাকুক............ সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন।

একিই সঙ্গে  ইংরাজি  নববর্ষ ২০২১ এর  শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
 
নমস্কার সহ------
 
  কথাকাহিনি পরিবারের পক্ষ থেকে
 
   বিশ্বনাথ প্রামাণিক
                                                  (সম্পাদক  )
 

।। সূচিপত্র।। 

ফিরে দেখা ,  কথাকাহিনি-২০২০  

 ।। অণুগল্প।।

ব্যাঘ্রকথা- তরুন মান্না

 

  ।।ছোটগল্প।।

গোপন বনভোজন- জয়িতা দত্ত

ভালোবাসা রুপে হয় না- চন্দন চক্রবর্তী

 

 ।। কল্পবিঞ্জান।।

দুই পৃথিবী- উবু উবাব

 

 ।। গল্প।।

 

কাক- অনিন্দ্য পাল

রাজত্ব নয়তো রাজকন্যা- রনেশ রায়

এক- অঞ্জনা দেব রায়

 

  ।। ধারাবাহিক উপন্যাস।।

 

সোনালি দিনের উপাখ্যান- দেবব্রত ঘোষ মলয়

করোনাবেলার কথা- সুদীপ ঘোষাল

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.