Click the image to explore all Offers

বিজ্ঞপ্তি

 


।। বিজ্ঞপ্তি ।।

আমাদের নবপ্রভাত পরিবারের পরিচালনায় শুধুমাত্র গল্প নিয়ে ''কথাকাহিনি'' নামে আলাদা একটা গল্প পত্রিকা শুরু হয়েছে।  গত সেপ্টেম্বর ২০২০ থেকে যেটা নিয়মিত সাপ্তাহিক গল্প পত্রিকা হিসাবে প্রকাশিত হয়ে আসছে। আপনারা আপনাদের যে কোন অপ্রকাশিত গল্প পাঠাতে পারেন - kathaakaahini@gmail.com এ। 

মেলবডিতে লেখা টাইপ বা পেস্ট করে নিজের নাম , ছবি, ঠিকানা ও যোগাযোগের নম্বরসহ পাঠাবেন।

সাবজেক্ট লাইনে লিখবেন - গল্পের শ্রেণি, গল্পের নাম , লেখকের নাম। 

প্রয়োজনে  যোগাযোগ: +918335848814 (call & whatsapp)

                                  ধন্যবাদান্তে,

                                          বিশ্বনাথ প্রামানিক

                                          কার্যনির্বাহী সম্পাদক 

                                   সাপ্তাহিক কথাকাহিনি ব্লগজিন

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.