বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

অণুগল্প ।।ফিরে এলো না ।। মনীষা কর বাগচী

 

 ফিরে এলো না

মনীষা কর বাগচী


অনেক দিন ধরে রাতে মাহি ঠিক মত ঘুমাতে পারছে না ।ওর কেন যেন মনে হচ্ছে ও ঘুমিয়ে পড়লেই অভি আসবে। আর ওকে ঘুমন্ত দেখে সে চুপি চুপি ফিরে চলে যাবে দূরে অনেক দূরে আর কোনোদিনও ফিরে আসবে না ।

অনেক আগে একদিন এমনই হয়েছিল। সেই যে অভি মাহি কে ছেড়ে চলে গেল আর কোনোদিনও ফিরে এল না ।।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.