Click the image to explore all Offers

অণুগল্প।। মাস্টারের মাংস।। চন্দন মিত্র

 মাস্টারের মাংস

 

চন্দন মিত্র  


এর থেকে মেয়েটি যদি সুমঙ্গলের গালে ঠাস করে একটা চড় কশাত তাহলেও এত লাগত না। সুমঙ্গলের চার বছরের শিক্ষক জীবনের জৌলুসকে মেয়েটি এক লহমায় ম্লান করে দিল । এমন জানলে সে এ বাড়ির চৌকাঠ মাড়াত না। সে তো আগে থেকেই পঞ্চাকাকাকে বলে রেখেছিল। পঞ্চাকাকা সেই মতো কথাবার্তা এগিয়ে রেখেছিলেন । তবে আজকে এরকম আচরণের কারণ কী! সুমঙ্গলের সমস্ত রাগ গিয়ে পড়ল মেয়েটির বাবা-মার উপর। তাঁদের আস্কারাতেই মেয়েটি এমন অসভ্য হয়ে উঠেছে , গুরুজন মানে না , মাস্টারকে মানে না , ছি ! তার কী দরকার ছিল সি এল নিয়ে এ বাড়িতে আসার ।

নাম কী ? মাধ্যমিক কোন সালে ? কীসে অনার্স ছিল ? মাস্টার ডিগ্রি কোন ইউনিভার্সিটি থেকে ? পড়াশোনার বাইরে আর কী কী করতে ভালো লাগে ? এসব জিজ্ঞাসার যথাযথ উত্তর দিতে দেরি করেনি বিতস্তা । হঠাৎ করে যে এই বাধ্য মেয়েটি এমন বেকায়দায় ফেলবে ভাবেনি সুমঙ্গল । মাস্টারমশাই আমার একটা জিজ্ঞাসা ছিল, আপনার ওজন কত যদি দয়া করে বলেন ? 
---- ৭০ কেজি 
---- বাবা আমার পড়ার টেবিল থেকে ক্যালকুলেটরটা একটু দাও তো ।
বিতস্তার বাবা বাধ্য ছেলের মতো ক্যালকুলেটরটা তার হাতে তুলে দেন ।
সুমঙ্গল বলে --- আরে ক্যালকুলেটর নিয়ে আবার কীসের হিসাব কষছেন ?
---- একমিনিট সময় দিন বলছি ।
সুমঙ্গল সাতপাঁচ ভাবতে থাকে l ভাবে যাক, মেয়েটি বেশ ম্যাচিওর!
---- হ্যাঁ হয়ে গেছে সাত হাজার একশো বেয়াল্লিশ টাকার মতো । 
---- এসব কিসের হিসাব শোনাচ্ছেন আমাকে ?
বিতস্তা তীব্র শ্লেষের ঝংকার তুলে জানায় --- আপনার ঘটক জানিয়েছিলেন আপনার দাম পাঁচ লাখ টাকা । আমি তাই হিসাব করে দেখলাম হাইস্কুলের মাস্টারের মাংসের কেজি কত করে চলছে ?
--------------------- 
 


 লেখক------চন্দন মিত্র  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.