দেওয়াল
তরুণ মান্না
এক সন্ধ্যায় আমি আর আমার বন্ধু সুজিত রেস্টুরেন্টে চা
খাচ্ছিলাম।দু'জনেই একই রাজনৈতিক দলের সদস্য।আড্ডা জমে উঠেছে ।এমন সময় হঠাৎ
বিরোধী দলের সুকান্ত এসে সুজিতকে ডেকে নিয়ে গেল।বেশ কিছুক্ষণ পর সুজিত
ফিরে এল। ততক্ষণে আড্ডার উষ্ণতা তার কাপে পড়ে থাকা চায়ের মতো
ঠাণ্ডা-বিস্বাদ ।সুজিত মুখে হাসি টেনে এনে বলল--ব্যক্তিগত কিছু কথা
ছিল।--আমি কি তোর কাছে জানতে চেয়েছি ? আমার গলায় লঙ্কার আভাস পেয়ে সে চুপ করে গেল।বিষণ্ণতায় ঢেকে গেল চায়ের আড্ডা। সামনাসামনি দুটি চেয়ার।বসে আছি দুজনে।কত কাছাকাছি।ইচ্ছে করলে একজন আর একজনের হাত ধরতে পারি।তবু মনে হচ্ছে কত দূর।
দুজনের মাঝে হঠাৎ গজিয়ে উঠেছে এক অবিশ্বাসের অদৃশ্য দেওয়াল...
ছবি ঋণ- ইন্টারনেট