ছবিঋণ- ইন্টারনেট
লিপইয়ার
মোয়াল্লেম নাইয়া
"দাঁড়ান বাবা, আজ তো আপনার 'এ'বড়িতে আসার কথা নয়!"অবাক বিস্ময়ে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক 'রসময় দত্ত'থমকে দাঁড়ালেন;তারপর স্পল্ডিলাইসিসে আক্রান্ত ঘাড়টা অনেক কষ্টে উপরে তুলে দেখতে পেলেন, দোতলায় কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা তাঁর ছোট বউমাকে।
----"সারা জীবন তো ভূগোল পড়িয়ে এলেন, অথচ জানেন না ২০১৬'র ফেব্রুয়ারী মাস ২৯'শে হয়!"
----'রসময় দত্ত'কিছু বলতে চান, কিন্তু দুপুরের প্রখর রৌদ্রে এক মাইল হাঁটার ধকলে তাঁর গলা থেকে কেবল শুখনো বাতাস টুকু ছাড়া আর কিছুই বের হলনা।
-----"আজ ২৮'শে ফেব্রুয়ারী এখনো একদিন আপনার বড়ো ছেলের বাড়িতে খাওয়ার কথা। না জেনে আপনার এখানে আসা উচিত হয়নি।"
---- একটা সময়ের দোর্দন্ড প্রতাপ, ছাত্র-ছাত্রীদের অতি প্রিয় ভূগোল শিক্ষক 'রসময় দত্ত' ছোট বউমার এই উপর্যোপরি প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেলেন না। শুধু একবার নির্বাক করুন চোখে দোতলার দিকে তাকালেন, তারপর যে পথ দিয়ে এসে ছিলেন সেই পথ ধরে দুপুরের প্রখর সূর্যকে মাথায় নিয়ে ধীরে ধীরে দৃষ্টির আড়াল হয়ে গেলেন। কেবল জানতে পারলেন না ---- তাঁর বাকি জীবনে 'লিপইয়ার'টা কীভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে।।
------------০০-------------
নাম- মোয়াল্লেম নাইয়া
গ্রাম+পোষ্ট- ইমামদ্দীপুর
থানা-ঢোলাহাট
জেলা- দক্ষিণ২৪ পরগণা
পিন-৭৪৩৩৯৯
ফোন নং-৯৯৩৩১৯৫৭৫২
--------০---------