ছবিঋণ- ইন্টারনেট
নির্জনতার দেবশিশু
শুভ্রা ভট্টাচার্য
পাহাড়ের গা বেয়ে গাড়ী জঙ্গলের মধ্যে দিয়ে ছুটছে। পুরুলিয়া থেকে পাঞ্চেৎ বাঁধের দিকে যাওয়ার পথে আদিবাসী গ্রামের নির্জনতা ডালিয়াকে কেমন এক অদ্ভুদ বুনো আবেশে অভিভূত করে তুলেছে। খুব দূরে দূরে দু 'একটা ছিটে বেড়ার ঘর চোখে পড়ছে। ড্রাইভারের থেকে জানা গেলো, ওরা এতোই গরীব যে দু'বেলা পেট ভরে দু মুটো ভাত জোটে না, একটা জামাকাপড় শুকিয়েই লজ্জা নিবারণ করে। ডালিয়ার খুব ইচ্ছে করছিল গাড়ী থেকে নেমে ওদের সাথে কিছুটা সময় কাটিয়ে আসে। কিন্তু সহযাত্রীদের সময়ের দামের নিরিখে ওর এই পাগলামী মান্যতা পাবে কেন! তাই সে মন দিয়ে ড্রাইভারের থেকে ওদের গল্প শুনতে লাগলো। কিন্তু হঠাৎ কিছু একটা গাড়ী থেকে পড়ার শব্দে ওর সম্বিৎ ফেরে। ড্রাইভার গাড়ী থামালে দেখে জলের বোতলের ব্যাগ পিছনের সিট থেকে ছিটকে রাস্তায় পড়ে। ডালিয়া প্রমাদ গোনে, তারমানে জলের বোতলের উপরে রাখা খাবারের ব্যাগ আগেই পড়ে গেছে যা তারা টের পাই নি। গাড়ী পিছনে মোড় নিল। অল্প এগুতেই দেখে শতছিন্ন জামা পরা দুটি ১০/১২ বছরের বাচ্চা ব্যাগটা বুকে নিয়ে ওদের দিকে প্রানপনে ছুটে আসছে। ডালিয়া অবাক দৃষ্টিতে ভাবছে জনমানবশূন্য নির্জন জঙ্গলে এই দেবশিশু দুটির কোথা হতে আবির্ভাব যেখানে দারিদ্রতার ব্যাস্তানুপাতে তাদের মানবিকতা সভ্যতার কোন খামতি নেই!!
---------------------------------------------------
#শুভ্রা#
চুঁচুড়া হুগলী