Click the image to explore all Offers

প্রচ্ছদ ও সূচিপত্র।। কথাকাহিনি-৩০


 ।। সম্পাদকীয় ।।

দেখতে দেখতে "কথাকাহিনি" এক বছর পূর্ণ করল। আপনাদের প্রিয় গল্প-পত্রিকা কথাকাহিনি  ৫-ই সেপ্টেম্বর ২০২০ থেকে নবপ্রভাত সাহিত্য পরিবারের অন্যতম প্রকাশনা হিসাবে আত্মপ্রকাশ করে। তারপর নিরবচ্ছিন্নভাবে তার পথচলা। প্রথমে সাপ্তাহিক ভাবে শুরু হলেও বর্তমানে মাসিক হিসাবে তার প্রকাশনা অব্যাহত।  

    "কথাকাহিনি"  আপনাদের যে ভালোবাসা পেয়ে আসছে তাতে আমরা আনন্দিত ও কৃতজ্ঞ। এইভাবে আপনারা পাশে থাকলে কথা তার কাহিনির ডালি সাজিয়ে প্রতি মাসে হাজির হবে- এই আশা রাখি। পরিশেষে কথাকাহিনির সমস্ত লেখক, লেখিকা, পাঠক, পাঠিকা ও শুভানুধ্যায়ীকে জানাই অশেষ অভিনন্দন ও ভালোবাসা। 

ধন্যবাদান্তে,

বিশ্বনাথ প্রামাণিক

সম্পাদক, কথাকাহিনি। 


  নবপ্রভাত সাহিত্য পরিবারের অন্যতম প্রকাশনা হিসাবে  "কথাকাহিনি" গল্প ও গল্প বিষয়ক ব্লগজিনের প্রথম বর্ষপূর্তিতে আমরা আপ্লুত। আমাদের আয়োজনে আপনাদের হার্দিক সমর্থন, প্রশ্রয়,  ভালোবাসা ও সহযোগিতায় আমরা প্রাণিত। আপনারা এভাবে পাশে থাকলে সম্পাদকমণ্ডলীও পত্রিকার মানোন্নয়নে বদ্ধপরিকর। আপনাদের মতামত পরামর্শ অকপটে জানান, তাতে আমাদের পথচলা সুগম হবে। ধন্যবাদান্তে,

নিরাশাহরণ নস্কর

সম্পাদক, নবপ্রভাত পরিবার।

নবপ্রভাতের স্বাধীনতা সংখ্যার জন্য লেখা পাঠান। বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।

 

 ।। লেখক-সূচি।।

 

 ।। প্রবন্ধ ।।

 আবদুস সালাম, ঋভু চট্টোপাধ্যায়, আশিস মুখার্জ্জী ,  দীপঙ্কর সরকার, রমলা মুখার্জি
 

 ।। অণুগল্প ।। 

জয়তী ব্যানার্জি মুখার্জি,  পর্ণা বসু, রাজেশ্বরী শর্মা,চতুর্ভুজ দাস, দেবশ্রী সরকার বিশ্বাস,পিঙ্কি ঘোষ, অশোক দাস, দেবব্রত রায়, মানস দেব, আবির চক্রবর্তী, ক্ষুদিরাম নস্কর, আশিস ভট্টাচার্য্য, অঞ্জনা গোড়িয়া, সৌমেন দেবনাথ
 

 ।। ছোটগল্প ।।

দেবদাস কুন্ডু, সোমা চক্রবর্তী, গৌর মোহন ঘোষ সংঘমিত্রা সরকার কবিরাজ, রীতা রায় , বাণীব্রত গোস্বামী, চিত্তরঞ্জন গিরি, বিশ্বজিৎ রায়চৌধুরী, সুবীর ঘোষ, রুবি সেনগুপ্ত, সৌমেন দেবনাথ, আবু তাহের, বিশ্বনাথ প্রামানিক। 

 ।। গল্প ।।

মল্লিকা ঘোষ, মঞ্জুশ্রী চক্রবর্তী, ঋতম সাহা, রমলা মুখার্জি, দীপঙ্কর বেরা, গৌতম কুমার গুপ্ত, আব্দুস সাত্তার বিশ্বাস, প্রদীপ দে, অরুণ চট্টোপাধ্যায়, ঐশ্বর্য্য কর্মকারতীর্থঙ্কর সুমিত, অঙ্কিতা পাল, অর্ণব মিত্র , সুব্রত দত্ত, আব্দুস সালাম, মোঃ নজরুল ইসলাম , সুদীপ ঘোষাল, কাকলী দেব , চন্দন মিত্র, সেখ মেহেবুব রহমান , তনিমা হাজরা, মহুয়া বসু সিনহা, দেবাশীষ মুখোপাধ্যায়অঞ্জনা দেব রায়, আশুতোষ দেবনাথ,    রানা জামান, অসিত কুমার পাল, নির্মলেন্দু কুন্ডুমোয়াল্লেম নাইয়া, উপেক্ষিৎ শর্মা, ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য পাল, জয়শ্রী ব্যানার্জি চক্রবর্তী। 

 

।। ভ্রমণকাহিনি ।।

  শংকর লাল সরকার।  

 

।। ধারাবাহিক উপন্যাস।।

  দেবব্রত ঘোষ মলয়।  


  ।। কথাকাহিনি ইভেন্ট- ২ : শতশব্দে অণুগল্প।।

পর্ব -১ 
ঈশিতা পাল পট্টনায়ক , সংকলিতা তাম্বলী চন্দ্র, অনামিকা মিত্র বাসু, দীপঙ্কর বেরা, শংকর নাথ প্রামানিক, পার্থসারথি চক্রবর্তী, সুতপা ব্যানার্জি (রায়), তপতী মন্ডল, মীনাক্ষী মন্ডল, কার্তিক চন্দ্র পাল, নারায়নী কর্মকার, দেবশ্রী সরকার বিশ্বাস।
 
পর্ব- ২
 ভবানী শংকর চক্রবর্তী, বিকাশ বর, চন্দন চক্রবর্তী, সুবীর ঘোষ, দেবিকা, মোয়াল্লেম নাইয়া।
 
পর্ব - ৩
 
রাজেশ্বরী শর্মা, মিঠুন মুখার্জি, সোমা চক্রবর্তী, রীতা রায়, সুদীপ দাশ, মহুয়া বসু সিনহা, সৌমিক ঘোষ, মানস দেব, অঞ্জনা দেব রায়, পর্ণা বসু।

------------- ০০০-------------

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.