Click the image to explore all Offers

অণুগল্প ।। মোবাইল ফোন ।। তপন মাইতি


    ছবিঋণ- ইন্টারনেট 

 

মোবাইল ফোন 

         তপন মাইতি 


হাতে আইফোনটা নিয়ে হনহন করে চলল রিক্। চিরপরিচিত হাইল্যাণ্ড আড্ডাজোনে। যেখানে সকাল সন্ধ্যায় কিছু উঠতি ছেলে ছোকরার গোল টেবিল বৈঠক।চিরপরিচিত মুখগুলো থেকে সনু বলে উঠল 'তোর তো এখন ব্যাপার স্যাপার আলাদা রে,,,,,, হাতে আইফোন বলে কথা! আবার আপডেট ভার্সন!তোকে এখন ধরে কে? রিক্ দেখল আগে যারা বোতাম ফোনটা নিয়ে যা না তাই বলত, তাদের গলার সুর পাল্টে গেছে।পাল্টেছে অতিথি আপ্যায়নের ধরন।পাল্টেছে কথার চাল, আচরণ,,,,,,।সে কত কিছুই শিখে গেল নতুন।এই চেনা হাল হালহকিকতে আরও কত কিছু শিখতে হবে কে জানে! বাড়িতে এসে সে কম দামি বোতাম ফোনটার দিকে তাকিয়ে হাতে অভিজাত আইফোনটা নিয়ে সমাজের বুকে নিজের অবস্থানটা পরখ করতে লাগল,,,,,,,

---------------------------------

নাম:তপন মাইতি 
ঠিকানা:গ্রাম:পশ্চিম দেবীপুর;
 পো:দেবীপুর;
থানা:মৈপীঠ কোস্টাল;
জেলা:দঃ24পরগণা 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.