Click the image to explore all Offers

গল্প।। ফিরে দেখা ।। অঞ্জনা দেব রায়

 


  ছবিঋণ- ইন্টারনেট 

 

 টিসু অনেক্ষন ধরে ডাকছে- মা, ও মা  কিন্তু অনু কোন সাড়া না দিয়ে চুপচাপ জানালা দিয়ে  বাইরে তাকিয়ে আছে টিসু আবার ডাকতে ডাকতে  মাকে জড়িয়ে ধরে বলল, কথা বলছ না কেন মা ?  কিছু ভাবছ,  না কিছু দেখছ একমনে অনু তখন খুব হাসছে আর বলছে, " জানিস তো টিসু  আমি কিছুক্ষণের জন্য পুরনো স্মৃতি ও ছোটবেলার স্মৃতির মধ্যে ফিরে গিয়েছিলাম কিছু স্মৃতি দুঃখের থাকলেও আনন্দের স্মৃতিটাই বেশি "  শুনবি টিসু  আমার ফিরে দেখা স্মৃতির কথা টিসু সঙ্গে সঙ্গে বলে উঠলো ' বলো না মা আমার খুব শুনতে  ইচ্ছা করছে   অনু বলল শোন তাহলে  ' জানিস তো  স্মৃতি নিয়েই মানুষ বেঁচে থাকে আনন্দের স্মৃতি রোমন্থন করে মানুষ যেমন মনে মনে খুশি হয় তেমনি দুঃখের স্মৃতি মানুষকে কষ্ট দিলেও সেই স্মৃতির মাধ্যমেই সে তার প্রিয় মানুষগুলিকে ফিরে দেখে স্মৃতি রোমন্থন একপ্রকার তাই প্রিয় মানুষগুলোর অনুভূতিগুলোকে নতুনভাবে সজীব করে তোলে   সোনায় মোড়া আমার ছোট্ট ছেলেবেলা সে দিনগুলোতে ছিল না কোন চিন্তা , না ছিল কোন দুঃখ মা,বাবা,কাকু, কাকিমা, ঠাকুমা, দাদু সব ভাই বোনেরা এক সাথে  হৈ হৈ থাকার মজাটাই আলাদা একসাথে খাবার খাওয়া, এক সাথে পুজো দেখতে যাওয়া , তারপর ভাই বোনেরা একসাথে যেমন খেলতাম আবার আমাদের অনেক বন্ধু ছিল ,তাদের সাথে খেলা করতাম  , এক সাথে স্কুল যেতাম  সব কিছুর মধ্যেই  আনন্দ ছিল আবার মা কিংবা বাবা কোন কিছুর জন্য বকাবকি করলে বা দুঃখ হলে কাকু, ঠাকুমা যে কেউ এসে আদর করে দিত  ফলে খুব ভালো লাগত ছোটবেলার একটা কথা মনে করে খুব আনন্দ হচ্ছে জানিস তো বৃষ্টি নামলে ভাই বোনেরা উঠোনে নেমে 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান ' এই গানটি  করতে করতে বৃষ্টিতে ভিজতাম  আর মা চেঁচিয়ে বলতে থকত' এই তোরা  বৃষ্টিতে ভিজিস না ঘরে উঠে আয় '  আর ছেলেবেলাকার বন্ধুত্ব সবথেকে সুখময় একটা স্মৃতি যা কখনো ভোলা যায় না ; তা অটুট থাকে ভালোবাসা ও বিশ্বাসের বন্ধনে সব থেকে মজার হল বর্ষার সময়  বৃষ্টিতে   ভিজে স্কুলে গেলে দিদিমনিরা বলত বাড়ি চলে যাও তাই আমরা বন্ধুরা ইচ্ছে করেই  বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে যেতাম আর যেই ছুটি দিয়ে দিত দিদিমনি তখন বন্ধুরা মজা করতে করতে বাড়ি চলে আসতাম আর বর্ষার দিনে মায়ের বানানো খিচুড়ি ডিমভাজা কিংবা মাছ ভাজা অপূর্ব সে খাবারের কথা মনে পড়লে আজও  জিভে জল আসে ' সব কথা শুনে আনন্দে টিসু বলে উঠল  'ছোটবেলায় খুব আনন্দ করে দিন কাটাতে তাই না মা ' শুধু ছোটবেলা কেন বলছিস , আমাদের ভাইবোনেদের বিয়ে হওয়ার আগে পর্যন্ত পড়াশুনা , খেলা করা, গানবাজনা   সবকিছুর মধ্যেই থাকত ভালবাসা ও আনন্দ   আর সবার বিয়ে হবার পর যার যার সংসারে  হয়তো আনন্দ আছে কিন্তু নিজের ভাই বোন মা বাবা ঠাকুমা দাদুর সাথে থকার যে মজা বা আনন্দ তা কোথাও পাওয়া যাবে না বিয়ের পর ভাই বোনেরা কেমন যেন পর পর হয়ে যায় কখনো কোন অনুষ্ঠানে দেখা হয় আর মাঝে মাঝে ফোনে কথা হয় তাই আমি যখন একা থাকি কিংবা বর্ষার দিনে,  ফিরে যাই ছোটবেলায় , কখনো স্কুল জীবনে, কখনো বা  কলেজ জীবনের স্মৃতিতে ফিরে ফিরে দেখি সেই আনন্দের দিনগুলি আর মনে মনে খুব খুশি হই   জানিস তো টিসু তুই যখন বড় হয়ে চাকরি করবি বাইরে গিয়ে তোরও  খুব মনে পড়বে ছোটবেলার কথা তখন খুব ভালো লাগবে দেখবি ফিরে দেখা সেই দিন গুলো দেখবি অনেকটা এলো মেলো কবিতার মতো আর শব্দ গুলো অগোছালো হলেও স্মৃতিগুলো  ঠিক স্বপ্নের মত লাগবে

---------------- 

গল্পফিরে দেখা
লেখিকা
অঞ্জনা দেব রায়
ঠিকানা – ৫৫৩, পি মজুমদার রোড, কলকাতা – ৭৮

 

 

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.