অণুগল্প ।। টিফিন ।। সৌমিক ঘোষ
অমিত একা থামের পাশে দাঁড়িয়ে ।
জিজ্ঞাসা করি – কী রে ? এখনও বাড়ি যাসনি ?
–স্যার , মিড ডে মিল হবে না ?
-না, আজ তো প্রজেক্টের খাতা নেওয়া,তারপর তো ছুটি ।
-তুই খেয়ে আসিসনি ?
- না স্যার । বাড়িতে টাকা দেওয়া , বাজার আনা নিয়ে বাবা মায়ের তুমুল ঝগড়া । রান্না হয়নি । বাবা ঢালাইয়ের কাজে আর মা আয়া সেন্টারে গেছে ।
-খাতা জমা দিসনি ?
-না । জমা দেব কাকে ? প্রশান্তবাবুই আসেননি এখনও । ট্রেন বন্ধ । অবরোধ ।
-দাঁড়া , দেখছি ।
আজ সকালেই তিয়াসার সঙ্গে রোজ একঘেয়ে টিফিনে রুটি-সাদা আলুর তরকারি নিয়ে চিৎকার করেছি ।
রেগেই টিফিনবক্সটা ব্যাগে নিয়েছি ।
টিফিনটা অমিতকে এনে দি।
-স্যার , আপনি খাবেন না ?
–না , তুই ফাঁকা ঘরে গিয়ে খেয়ে নে ।
-------------------------------------------------------
৬৭/জি ; জি.টি.রোড (পশ্চিম)
শ্রীরামপুর – ৭১২ ২০৩
জেলা – হুগলী .