ওদের একরত্তি মেয়েটার আজ বিয়ে। বয়সহয়নি তবুও। কয়লাখনিতে কাজ করে যে। একটু ডাগর-ডোগর হয়েছে কি--অনেকের কু-নজর এড়ায় না । তার চেয়ে খুঁটি বেঁধে দিলে সুরাহা।
---মা, শেষকালে তুমি আমাকে......।মেয়েটার কাতরোক্তি।
মা চুপ করায়---চুপ ! আমি চাই না কয়লার মতো তুইও এপাশ-ওপাশ হোস। তার চেয়ে বর পাবি, ঘর পাবি, খারাপ কি !
কিন্তু বিয়েটা ভেঙে গেল। ও যে কয়লাখনিতে কাজ করে।
কালো মেয়ে......।
---------------
দিলীপ কুমার মধু,
মেমারি,
পূর্ব বর্ধমান,