মর্যাদা
দেবশ্রী সরকার বিশ্বাস
তিন মাথার মোড়ে ঠিক বাসস্ট্যান্ডের ওয়েটিং হলটার সামনে আমাদের নবারুণ সংঘ, স্বাধীনতা দিবসের সকালে পতাকা উত্তোলন হবে, সকলের তাই জড়ো হয়েছি। পতাকা উত্তোলনের পর সর্ববিধি সম্পন্ন হল, এবার মিষ্টান্ন বিতরণের পালা। সকলকে মিষ্টি দেওয়ার পর আমি একটি মিষ্টির ঠোঙ্গা হাতে এগিয়ে গেলাম ওয়েটিং হলটার দিকে, কিন্তু সে তো নেই, সেই খোঁড়া ভিক্ষিরি টা তার নিত্যদিনের বাসস্থান তো এই ওয়েটিং হল টি। কিন্তু আজ এত সকালে সে গেল কোথায়! আজ আমাদের অনেক কাজ ,তাই ভিক্ষিরির সন্ধান ছেড়ে ওখান থেকে সরাসরি আমরা ক্লাবের সদস্যরা বেরিয়ে পড়লাম মেলার মাঠের উদ্দেশ্যে, যেখানে আজ স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশাল অনুষ্ঠান ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা রয়েছে।। কয়েকজন বিশিষ্ট সমাজসেবীরও আসার কথা রয়েছে ওখানে। আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে, তাই দ্রুত পা চালালাম।
বিশাল আয়োজন, বিরাট অনুষ্ঠান, বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে মঞ্চ আলোকিত হয়ে রয়েছে। এই আলো ছটা পেরিয়ে মঞ্চের পিছনের দিকে জড়ো হওয়া একদল ভিক্ষিরি ও ছেঁড়া কাপড় -জামা পরিহিত বস্তির বাচ্চাগুলোর ক্ষুধাতুর চোখের অন্ধকার দৃষ্টির দিকে চোখ ফেরানোর অবকাশ কারোরই আজ নেই! প্রথমে পতাকা উত্তোলন তারপর বিশিষ্ট ব্যক্তিদের সারওগর্ভ বক্তব্য, ভারতের প্রাচীন থেকে বর্তমান ইতিহাস, স্বাধীনতার প্রকৃত অর্থ, জাতীয় পতাকার প্রকৃত মর্যাদা ,যা রক্ষার জন্য প্রাণ কেউ তুচ্ছ করতে দুবার ভাবা উচিত নয়। এই সমস্ত কথার মায়াজালে ভাসতে ভাসতে আমি যেন হারিয়ে গেলাম অতীতে ,নিজেকে মনে হতে লাগলো আমি যেন এ দেশের এক নির্ভীক সৈনিক দেশ মাতার সুরক্ষার্থে শত্রুর বুলেটের সামনেও পেতে দিতে পারি নিজের বুক! অনুষ্ঠান সমাপ্ত হল "আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে"- এই শপথ গ্রহণের মধ্যে দিয়ে।
খাওয়া-দাওয়া শেষে বিশিষ্ট ব্যক্তিদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে গেলাম আমরা কজন, সকলকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে তারা যখন মিলিয়ে গেলেন দূরে ......চোখে তখনো আমার মোহময় ....দৃষ্টি অপার মুগ্ধতা..... সেই দৃষ্টি নিয়েই ফিরে চাইলাম পিছনে হঠাৎ আমার দৃষ্টি থমকে দাঁড়ালো...! এটা সেই আমাদের ওয়েটিং হলে বসা ভিক্ষিরিটা না! গাড়িতে ওঠার সময় বিশিষ্ট ব্যক্তিদের পায়ের জুতোর নিচে দোলে যাওয়া একটা ছেড়া কাগজের ছোট্ট জাতীয় পতাকা হাতে তুলে নিয়ে ধুলো ঝেড়ে পরিষ্কার করে তার ঝোলায় তুলে রাখছে যত্ন করে!
আমার চোখে জল এসে গেল, এতক্ষণে আমি বোধ হয় বুঝতে পারলাম, জাতীয় পতাকার প্রকৃত মর্যাদা আসলে কি.....!
=============
ছবি- ইন্টারনেট ।
----------------------------