Click the image to explore all Offers

মুক্তগদ্য ।। চিঠি ।। উম্মে হুযাইফা আফরিন

 

চিঠি
উম্মে হুযাইফা আফরিন
 

প্রিয়লতা,
তুই কেমন আছিস জানতে চাইবো না।কারণ আমি জানি ভালোই আছিস দূর আকাশের তারা হয়ে। ভালো থাকার জন্যে তো আমাকে ছেড়ে চলে গেছিস তাই না?সবার মতো আমার তোকে মনেপড়ে না। কেন জানিস?আমি বলছি শুন -
"তাদেরকে আমাদের মনেপড়ে যাদেরকে আমরা ভুলতে পারি।"
কিন্তু আমি তো তোকে ভুলতেই পারিনি। তাই তোকে আমার মনেপড়ে না । তুই তো সব সময় বিচরণ করিস আমার মনের রাজ্যে। জানিস এখন আর কেউ আমাকে হল্লাবাজ বলে ডাকে না।আমারও আর কারোকে প্রিয়লতা বলে ডাকা হয় না।মনে আছে একদিন তুই বলেছিলি, "কোনো গল্পের সমাপ্তিতে নতুন কোনো গল্পের সূচনা হয়।" কিন্তু দেখ তোর আর আমার গল্পের সমাপ্তি হলো ঠিকই তবে নতুন কোনো গল্পের সূচনা হয় নি।আমিও চাই না নতুন কোনো গল্পের সূচনা হোক।তোর আর আমার বন্ধুত্বের সমাপ্তি ঘটুক। ঐ দূর আকাশের তারা হওয়া পর্যন্ত আমি না হয় দূর আকাশের সাথে গল্প করে কাটিয়ে দিই আমার সময়গুলি। 
আমি আর ছুঁতে পারবো না তোকে।ভালো থাকিস তুই ঐ দূর আকাশের তারা হয়ে।
                                                                                                               
                                                                                                                         ইতি,
                                                                                                                  তোর হল্লাবাজ
                                                                                                                            সখী

 
ছবি- ইন্টারনেট ।
----------------------------

[নামঃ উম্মে হুযাইফা আফরিন
এসএসসি পরীক্ষার্থী ২০২২
ঠিকানাঃ চট্টগ্রাম]

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.