Click the image to explore all Offers

পরমাণু গল্প ।। প্রতিফল ।। নীলেশ নন্দী

                

                   ছবি- ইন্টারনেট
 
    প্রতিফল
নীলেশ নন্দী

পরেশের আবার শ্বাসকষ্ট শুরু হয়েছে। আজ একটু বেশিই বেড়েছে। টেবিলের উপর হাতড়ে হাতড়ে অতি কষ্টে ইনহেলারটা খুঁজে পেল। মুখের কাছে মাউথপিস এনে ক্যানিস্টারে চাপ দিতেই বুঝতে পারল ওষুধ শেষ হয়ে গিয়েছে। এদিকে কাশির বেগ ক্রমেই বেড়ে চলেছে। বুকের কাছটা কোনরকমে চেপে ধরে সে এগিয়ে গেল জানালার দিকে। বাইরের অক্সিজেন নেওয়া তার খুব জরুরী। কিন্তু, জানালা খুলতেই শহরের যানবাহনের বিষাক্ত ধোঁয়া তার নাক-মুখ দিয়ে ভেতরে প্রবেশ করতে লাগল। একরাশ পাপবোধ তার মনের ভেতরটা তখন ঠুকরে ঠুকরে খেতে শুরু করল। চারপাশের সবুজ ধ্বংস করে নগরায়নের এই প্রকল্পে তো সে সামিল ছিল। আজ প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে।
 
==================

নাম:- নীলেশ নন্দী।
ঠিকানা:- মধ্যমগ্রাম; কলকাতা:- ৭০০ ১৩০।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.