বিজ্ঞপ্তি
লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫
নভেম্বর ২১, ২০২৪
ছবিঋণ- ইন্টারনেট
দাদু-ঠাম্মার পুরোনো ছবিঅঞ্জলি দেনন্দী, মম
বুবুনের পতির বাবা-মায়ের পুরোনো ছবিটি টাঙানো আছে নন্দী বাড়ির মেন গেটের সামনে। গাড়ি বারান্দায় - এখানে এসে বসে আড্ডা জমান পাড়ার বয়স্ক দাদুর দল। বুবুন ও তার স্বামী বিষ্ণুপদ, দুজনে তাদের চা, কফি, বেগুনী ইত্যাদি দেয়। বুবুনের বয়স ৬৫ ও ওর পতির বয়স ৭১; এক ছেলে, সে তার স্ত্রী ও এক ছেলেকে নিয়ে সানফ্রান্সিস্কোয় থাকে। মাঝে মধ্যে আশিস কলকাতা আসে। এবারে নাতিকে পেয়ে বুবুন ও ওর স্বামী খুব আনন্দে মেতে ওঠল। বৌমা বিদেশিনী। আশিস তার আমেরিকার অফিসের কলীগকেই বিয়ে করেছে। বৌমা ও ছেলে আশিস গতকাল নাতি আশীর্বাদকে নিয়ে বিকালে এসেছে।সন্ধ্যায় পাড়ার বৃদ্ধের দল এল। বৌমা তাদের বলল,'নাউ উই আর টু বিজি। প্লিজ গো!' ওরা চলে গেল। এই প্রথম ওরা ওদের বৌমা ও নাতিকে দেখল। বিয়ের পর আশিস আসে নি। সেই আট বছর আগে দেখা হয়েছিল।এবার বৌমা আশিস নন্দীকে ইংরেজিতে বলল, "ঐ পুরোনো সাদা-কালো ছবিটি ওখান থেকে সরাও!" আশিস ওটা খুলে, নামিয়ে মা-বাবার পূজোর ঘরে রেখে এল। বৌমা ঐ জায়গায় স্ট্যাচু অফ লিবার্টির ছবি টাঙ্গালো। নাতী ইংরেজিতে বলল,"মম এটা কি গ্র্যান্ডমার ছবি?" ঠাম্মা-দাদু তখন দীর্ঘ নিঃশ্বাস ফেলল।================