Click the image to explore all Offers

অণুগল্প।। আগামীর একতা ।। সুমিতা চৌধুরী


ছবিঋণ  - ইন্টারনেট 

 

আগামীর একতা

 সুমিতা চৌধুরী

 

বাৎসরিক পরীক্ষার শেষে, বহুদিন পর তুতুনরা সব বন্ধু মিলে খেলা আর হুল্লোড়ে মেতে উঠেছিল আজ। এভাবেই কখন খেলার ঝোঁকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে খেয়াল করেনি কেউই। মাঠের মাঝে অন্ধকার নামতে হুঁশ ফিরল সবার। তখনই নানা আশঙ্কা ঘিরে ধরল তাদের। কতরকম গল্প শুনেছে যে সবাই, ভূতের, ছেলেধরার, ডাকাতের। বাপরে, যদি সত্যিই তেমন কিছু হয়।

  কিন্তু তুতুন যে টিম লিডার। আর লিডারদের তো ভয় পেতে নেই। বাবা একবার বলেছিল, লিডারদের সবার দায়িত্ব নিতে হয় সবসময়, বিপদে-আপদে। তুতুন তাই নিজের ভয় ঝেড়ে, বলে উঠল,"আমরা সবাই একসাথে বাড়ি ফিরবো। পড়িসনি, একতাই শক্তি? একসাথে থাকলে, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। পাড়ার মোড়ে গিয়ে যে যার বাড়ি চলে যাবো। ওটুকু তো চেনা সবার, আলোও আছে রাস্তায়।"

 টিম লিডারের কথায় সবাই একসাথে, হাতে হাত ধরে, স্কুলের প্রেয়ারের গানটা গাইতে গাইতে ফিরল, "মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়...." 

  পথচলতি মানুষজন অবাক চোখে তাকিয়ে দেখল, আপন দীপ্তিতে উজ্জ্বল, নির্ভীক আগামী প্রজন্মকে, তাদের একতার শক্তিতে।

=======================
 

Sumita Choudhury 
Liluah,  Howrah 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.