সূ চি প ত্র
=============
লেখা-আহ্বান
আগামী অক্টোবর মাসের পূজা সংখ্যার জন্য ভালো লেখা পাঠান।
ছড়া ও কবিতা ছাড়া সব কিছুই পাঠানো যাবে।
ছড়া ও কবিতা বিষয়ক আলোচনাও পাঠাতে পারবেন।
বিষয় বা দৈর্ঘ্যের কোনও বাঁধন নেই।
তবে কোনও অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত লেখা পাঠাবেন না।
মুদ্রিত পত্রিকায় প্রকাশিত হলেও পাঠানো যাবে। সেক্ষেত্রে পূর্ব প্রকাশের তথ্য লেখার নীচে যুক্ত করবেন।
আমাদের
পত্রিকায় প্রকাশিত লেখার স্ক্রীনশট বা হুবহু লেখাটি কোনও সামাজিক মাধ্যমে
প্রকাশ করা যাবে না। লেখার লিঙ্কটি অবশ্যই শেয়ার করা যাবে — একথা জেনেই লেখা পাঠাবেন। আমরা চাই, পত্রিকার পাতায় এসে মানুষ আপনার লেখাটি পড়ুন। এজন্য লিঙ্ক শেয়ারই যথেষ্ট।
লেখা পাঠানোর ই-মেল আইডি :
kathaakaahini@gmail.com
Advt.