"
যা আমরা করি প্রকৃতি সেটাই ফেরায়"
গঙ্গা 'অনু'
যা আমরা করি প্রকৃতি সেটাই ফেরায়। হ্যাঁ, ঠিক শুনলেন। যেমন ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়, আর খারাপ কাজ করলে তার ফলও খারাপ হয়। তেমন আমরা প্রকৃতির সাথে যেমন আচরণ করি, প্রকৃতিও আমাদের সাথে ঠিক তেমনটাই করে, অর্থাৎ প্রকৃতির প্রতি আমাদের আচরণই প্রকৃতির কাছ থেকে আমরা প্রতিফলিত হয়ে ফিরে পাই, এটাই প্রকৃতির নিয়ম।
উত্তরাখণ্ডের বা কেদারনাথ বিপর্যয় দুটিই কিসের প্রতিফলন? উত্তর - প্রকৃতি বিরুদ্ধে গিয়ে নিজের মত সুন্দর একটা নির্মাণ। যখন মানুষ ঈশ্বর প্রদত্ত কোনো কিছু বদলে নিজের মত চেষ্টা করেছে তখন কেদারনাথ বা উত্তরাখণ্ডের মত বিপর্যয় ঘটে। যার ফলে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি। পরিদর্শনে গিয়ে একবার পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসও এই কথা বলে ছিলেন।
এর ছাড়া কলকাতার বৌবাজার এলাকার বিপর্যয়। যেখানে মেট্রো স্টেশন তৈরি জন্য শতাধিক মানুষকে প্রাণ হারাতে হয় এবং অনেকজনের ঘরছাড়া হতে হল।
প্রকৃতি প্রতিফলনের ভাল অনেক উদাহরণের মধ্যে কলকাতার ইকো পার্ক, হ্যাঙ্গিং রেস্তরাঁ, বোটানিক্যাল গার্ডেন ও সায়েন্স সিটি রয়েছে। যেখানে গিয়ে মানুষ বুকভরা শান্তি পায়। বলা যেতে পারে প্রকৃতি কখনোই তাকে ভালোবাসে এমন হৃদয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেনি। আসলে "মানুষের সাধারণ প্রকৃতি" বলতে বোঝায় মানুষের নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য, চিন্তা, অনুভূতি এবং আচরণের ধরন, যা জন্ম থেকে প্রাপ্ত এবং সমাজ, সংস্কৃতি ও পরিবেশের দ্বারা প্রভাবিত হয়।
কিন্তু মানুষ নিজের উপরে নিয়ন্ত্রণ না রেখে জনসংখ্যা বৃদ্ধি করছে যুগ যুগ ধরে। যার ফলে বহু নিবাসের দরকার হচ্ছে, সেই জন্য মানুষ নিজের এলাকায় পুকুর ভরাট করে গাছ কেটে ঘর বাড়ি তৈরি করছে। মানুষের সুবিধে জন্য লাগানো হচ্ছে মোবাইল টাওয়ার, এর ফলে পাখিদের বংশ হারিয়ে যাচ্ছে দিনের পর দিন। এর সঙ্গে তৈরি হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, যা মানুষের ভীষণ ভাবে ক্ষতি করছে। অথচ ভারতে অন্যান্য সরকারের মত পশ্চিম বঙ্গ সরকার সবুজায়ন তৈরি করা চেষ্টা করছে। তবুও প্রশ্ন বজায় থাকবে যে আমরা সবাই জনসংখ্যা বৃদ্ধি রুখতে পারব যার ফলে প্রকৃতি রক্ষা করা যাবে ?
জেনেভার দার্শনিক জিন-জ্যাক রুশো "প্রকৃতির কাছে ফিরে যাও" এই আহ্বান জানিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে সভ্যতা এবং সমাজ মানুষকে কলুষিত করে এবং তাদের প্রাকৃতিক অবস্থা বিশুদ্ধ এবং নির্দোষ। রুশোর মতে, মানুষের উচিত সমাজের কৃত্রিম গঠন প্রত্যাখ্যান করা এবং একটি সহজ এবং আরও প্রাকৃতিক জীবনধারায় ফিরে আসা। আসুন আমরা সবাই জ্যাক রুশো এই আহ্বানের সমর্থন করি ও সুখী হওয়ার চেষ্টা করি।
প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব :
• পরিবেশ রক্ষার জন্য স্থানীয় প্রজাতির গাছ লাগানো উচিত।
• পোকামাকড় ও পাখিদের জন্য উপকারী পরিবেশ তৈরি করা উচিত, যেমন ফুলের বাগান করা।
• বাড়ির আশেপাশে মৌমাছি ও পাখির জন্য বাক্স বা পুকুর তৈরি করা যেতে পারে।