বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ছোটগল্প ।। রক্তের সম্পর্ক ।। সুদামকৃষ্ণ মন্ডল

 

রক্তের সম্পর্ক

সুদামকৃষ্ণ মন্ডল


লোহার পাতের টুলে পাশাপাশি  বসানো  ইয়া বড় বড় হাঁড়িতে চিকেন বিরিয়ানি,  মটন বিরিয়ানি,  চাউমিন।  পাশে বড় বড় প্লেটে চিকেন রোস্ট , চিকেন কাটলেট,  আলু -গরুর মাংসের বীফ কারি। থালায় শাহী রেজালা ।  আর একটি হাঁড়িতে বীফ বিরিয়ানি সেটা বসানো জাকিরের ক্যাশ বাক্সের কাছাকাছি । ঝলমলে আলোয় দেখা যাচ্ছে দোকানের নাম  "মোস্তাগীর ইসলামিয়া হোটেল"। আব্বার নামে নাম । রাজু ও ফকির  সামনে থাকে অর্ডার  মতো খদ্দের সামলায় ।  ক্যাসে জাকির হোসেন বসে থাকে ।  ভিতরে রোহিনা আর মাসুম । ভিতরে ডাল- ভাত - সব্জি তরকারি সামলায় । সবার গলায় কালো কারে তাবিজ বাঁধা।  রোহিনা গরিব । সামান্য দূরে বাড়ি । পরণে  সালোয়ার কামিজ । সবার মুখে মাস্ক। রোহিনার  গলায় বুকে ওড়না জড়ানো থাকে । সকলের মাথায় কালো টুপি জাকির ছাড়া । তার মাথায় নক্সাঙ্কিত সাদা টুপি ।  পরণে পা-জামা সাদা পাঞ্জাবি কালো অথবা সাদা।  তবে যেদিন যেমন ইচ্ছে মতো পরিধান  করে আসে ।  ফর্সা মুখে কলপ করা সৌখিন যত্নের দাড়ি ।
      এই তল্লাটে এই একটাই দোকান ।  একটু দূরে চা দোকানে সনাতন অল্প  ঘুগনি ডিম সিদ্ধ করে । তবে বিক্রি বাজার বুঝে হয় । প্রত্যেক দিন হয় না । দশটা বাজলেই বন্ধ হয়ে যায় । পঞ্চায়েতে সনাতন কাজ করে । ঝাঁট দেবার  কাজ । সেই কাজ বউ সামলাতে পারে না বলে নিজে গিয়ে সহযোগিতা করে । টেবিলে টেবিলে জলের বোতল চেয়ার-টেবিল গোছানো মোছা ইত্যাদি করে ।
    জাকিরের খদ্দের বেশি । সাইকেল বাইকে করে অর্ডার  সাপ্লাই দেয় । খদ্দের নিজেরাও আসে । ধরা খদ্দের । বাকি ধারও চলে । তবে বেশি নগতে বিক্রি হয় । বসিয়েও খাওয়ায়।
-----.রোহিনা সসের বোতল দু'টো আনবি। স্যালাডের  গামলা ভর্তি হয়েছে  ? এখানে গোলাপ জল কেন ?
------  হয়েছে তো । পিঁয়াজ আর গোটা ছয়েক আছে । হয়ে গেছে এবারের বস্তাটা তত ভালো পড়েনি ।
---- ও শালার আড়ৎদার বলল, ভালো পিঁয়াজ ।  টাকা দিইনি । তবে বলছিস যখন কম দেবো। 
---- টাকা দিবেন না । যদিও দেন কম দেবেন ।
নবীন গোঁসাই এসেছে । গলায় নামের জপমালার ঝোলা । গায়ে নামাবলী । সামনে দাঁড়িয়ে নাক কুঁচকে বলল , ভাই এখানে আর কোনো হোটেল তো নেই ?
----- না বাবু  ; নেই । রাজু বলল ।
------ আচ্ছা , ভাত কি পাওয়া যাবে  ?
জাকির  ইশারা করল "না" বলে দিতে ।
তারও আগে অলক্ষ্যে রোহিনা বলে দিল ফস্ করে , ভাত আছে।
---- তাহলে ডাল ভাত হবে না ?  দিন না --
----- না হবে না । এখানে বাবু গরুর মাংস রান্না হয়। সব তরকারিতে ছোঁয়াছুঁয়ি তো হয় । ডিম মাংসের যা চাইবেন তা পাবেন ।
------ খুব খিদে লাগছে ডাল ভাত হবে ?
----- না হবে না । জাকির বলল ।
ততক্ষণে নবীন গোঁসাই ক্ষিধেয় তর সামলাতে পারছে না। সামনে রাখা  ব্যারেলের জলে মগ চুবিয়ে জল তুলে হাত ধুয়ে বেঞ্চে এসে বসে গেছে খাবার জন্য ।
---- তাহলে  এগ্ চাউ আছে না ভেজ্ চাউ ?
-----  এগ্ চাউ,  ভেজ্ দু'টোই আছে ।
----- তাহলে ভেজ্ এক প্লেট দেবেন।
-----  না হবে না ।
---- কেন ? যা চাইছি তাই বলছেন হবে না,  কেন ?  তাহলে পরোটা দেন ।
----- তাতেও তো  গোস্তর ঝোল দিয়ে ডাল হয়েছে ।
-----  শুধু ভাত দেন আমি লেবু নুন  মাখিয়ে খাবো।   মাসুম বাধ্য হয়ে ভাত -আলু ভাজা -সবজি নিয়ে আসে।  ডালের বাটি পাশে বসিয়ে দেয় । ওগুলো সরিয়ে দিয়ে শুধু ভাতে জল ঢেলে ভাত খেয়ে পয়সা দিতে গেল ।  জাকির পয়সা নেবার সময় বলল,  ওই খবর কাগজে রেখে দেন । নবীন একটা ঢেকুর তুলে বলল , আহ ক্ষিদে যা লেগেছিল।  টাকা নেবার সময় জাকিরের চোখে মুখে ঘৃণার ব্যাপ্তি দেখে নবীন অবাক হলো ।
            আসলে জাকির হিন্দুদের দেখতে পারে না ।  হিন্দুরা না কি নীচু জাতি । নমাজের সময় হতে জাকির গেল মসজিদে ।  মসজিদের ইমামকে নমাজ শেষে বলল কথাগুলো।  ইমাম বলল,  হিন্দুকে খাওয়ানো কি হারাম না হালাল ? তোমার মত ইসলাম ধর্মে বিশ্বাসী লোকগুলো নিজের ধর্মকে ছোট করছ । ধর্ম সম্বন্ধে তুমি  কিছুই জানো না । সব ধর্মের সারকথা মানবতা । শুধু  ইসলাম ধর্ম কেন কোনও ধর্মে অন্য কোনও ধর্মকে ছোট করতে বলেনি । তোমরাই বেশি অবুঝ নির্বোধের মতো বাড়াবাড়ি করছ ।  হিন্দু -মুসলিম -জৈন -খ্রীস্টান যে কোনও ধর্মের প্রতি পারস্পরিক সহনশীলতা-উদারতা- সম্প্রীতি দেখানো । সমান উচ্চতায় সবার ধর্ম । মানুষের সেবা করাই হচ্ছে  আল্লাহর সেবা । ক্ষুধাতুর  মানুষকে অন্ন দেবার মত পূণ্য  কাজের চেয়ে বড় কাজ আর কি আছে  ? তুমি ইসলাম ধর্মের কলঙ্ক ।  সেই মুহূর্তে জাকির কিছু না বললেও মনে মনে তার অন্ধকারময় -অবচেতন- কুসংস্কার বুকে চেপে রাখল।  তবুও বাড়িতে গিয়ে বিবি রোশনাকে বিষয়টা বলায় সেও দু 'কথা শোনাতে বলল , এত গোঁড়ামি ভালো নয় গো । তুমি এই কথা বললে তাহলে আমি বলি ,  আমরা তো সাধারণ স্কুল- কলেজে পড়াশোনা করেছি । সব বিদ্যালয়ে তো কমবেশি হিন্দু -মুসলিম - বৌদ্ধ -খ্রীস্টান -জৈন ছাত্র -ছাত্রী আছে । সব বিদ্যালয়ে তো অধিকাংশ  শিক্ষক- শিক্ষিকামন্ডলী হিন্দু ধর্মাবলম্বী ।  তারা কি ওখানে কোনও বাছ-বিচার করেন ? সেরকম যদি হিন্দুরা ভাবত মুসলিম ভিন্ন অন্য ধর্মের যে কাউকে উৎপীড়ন  করত ।  প্রয়োজনে একঘরে করে নির্বিচারে গুলি করত । এমন নজির আমাদের দেশে কখনো দেখাতে পারবে ? হিন্দুরা অপর  ধর্মাবলম্বী মানুষের নীচু নজরে দেখেছে ?
----- তুমি পড়াশোনা শিখেছ বলে ধর্ম মানো না ।
---- কেন? বিদ্রোহী কবি কাজী নজরুল , প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্ত , ইন্দিরাগান্ধী,  ফজলু হক,  হাজার হাজার খ্যাতিমান সুশিক্ষিত মানুষ জীবন সাথী হিসেবে বেছে নিয়েছেন আর তুমি সামান্য খাবার দিতে গররাজি হলে ?  আমার এখন মরণাপন্ন অবস্থা।  আমি মা হতে চলেছি । তুমি পূণ্য কর্ম ভাবলে না ! রোশনা শাশুড়ির দিকে লক্ষ্য পড়তেই কেমন যেন ক্ষুব্ধ  দৃষ্টি লক্ষ্যে পড়ল । তারপর জিজ্ঞেস করল ,  জাকির তুই কি চিনিস যে লোকটা তোর দোকানে খেয়েছিল  ?
----- ওই যে নবীন গোঁসাই ।  পাশের গ্রামে থাকে ।  তুমি চিনবে হয়তো । পাকুড়তলার পাশ  দিয়ে যে খাল গেছে , খাল পাড়ে যে রাধাকৃষ্ণের মন্দির ওখানেই গোঁসাই থাকে ।  আম্মা কেমন অবাক হয়ে তাকিয়ে আছে দেখো ! সাবিনাদের বাড়ি যেতে ডান ধারে যে বাঁশের  ঝাড় তারপর কৃষ্ণচূড়া গাছ । তার পাশেই মন্দির আর  বড় পুকুর । ফুলে ফলের গাছ ভর্তি।  বিশাল বড় মন্দির স্কুল।
-----  বুঝেছি -- বুঝেছি ।
     হ্যাঁ । মায়ের বুঝতে অসুবিধা হয়নি । কিশোর বেলায় নবীনকে ভালোবাসত ওর  মা। ভালোবাসত বিয়ে করে জীবনসঙ্গিনী হিসেবে সারা জীবন থাকবে বলে । তা  আর হয়নি । ওর আব্বার  কড়া  শাসনের ভয়ে । জবাই করে মেরে ফেলার হুমকি পেয়ে আব্বার  কথায় ওকে 'না' বলেছিল । আর নবীন বাধ্য হয়ে আজও অবিবাহিত  । পৈতৃক  সম্পত্তি পেয়ে আশ্রম নির্মাণ করে  ওখানে থাকে  । আরো ওই মন্দিরে অনাথ শিশুরা থাকে । হিন্দু- মুসলমান তো আছে ।  তবে তারা গরীব সহায় সম্বলহীন বাড়ির ছেলে মেয়ে । গোঁসাইজীরা তাদের শিক্ষা-দীক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ গড়ার কাজে উৎসাহিত করে ।  ফলে জাকিরের মা জানেনা তো আর কে জানবে ?
        এদিকে রাত ভোর হতে অনেক বাকি । রোশনার প্রসবকালীন গর্ভ যন্ত্রণায় কষ্ট পাচ্ছে ।  পাড়ার আশা দিদিমণিকে ফোন করল জাকিরের মা । আশা কর্মী সুজাতা আবার ফোন করে জানাল ,  এত রাত্রে যাবে কি করে ? সকালে অ্যাম্বুলেন্স আসবে বৌমাকে  নিয়ে যাবো । এতদূর থেকে আমিও একা যাবো কেমন করে  ? ফলে সময় অতিক্রম হওয়ার সঙ্গে রোশনার অবস্থা খারাপের দিকে বইছে  । সকাল সাতটায় অ্যাম্বুলেন্স আসল সঙ্গে দিদিমণি । আবেগ উৎকণ্ঠায়  রোশনার শারীরিক পরিস্থিতি দেখে  সকলে ভেঙে পড়েছে ।  যত সময় যাচ্ছে কিংকর্তব্যবিমূঢ় জাকিরকেও বিহ্বল হতে দেখা গেল ।  মুমূর্ষু রোশনাকে এমার্জেন্সিতে তুললে নার্স  ডাক্তার সকলে খুবই বকাবকি করে জকিরকে তিরস্কার করতে লাগল ।  অপারেশন থিয়েটারে নেওয়ার আগে বন্ড কাগজে  সই করিয়ে  নিল । ডাক্তার মাদার কার্ড  দেখে বলল ,  ইমিডিয়েট "ও নেগেটিভ" রক্ত লাগবে । না হলে রোগীকে বাঁচানো যাবে না । অধিকাংশ ক্ষেত্রে এসব পেসেন্টকে বাঁচাতে গেলে চাইল্ড বাঁচে না অথবা চাইল্ড বাঁচাতে গেলে প্রসূতি বাঁচে না । তবুও দেখছি কি --
       জাকিরের  মা শুনে তড়িঘড়ি ছেলেকে ব্যবস্থা করতে বলল । ওরা সামনে বেঞ্চে বসে  । রোগী গেল ও.টি.তে । জাকির বেরিয়ে গেল বাইকে চেপে ওদের ক্লাবে রক্তদান শিবির হয় প্রতি বছর স্বাধীনতা দিবসের দিন । সে সেক্রেটারিকে বলতে বলল , না । নারে জাকির । ওই গ্রুপের রক্ত আমাদের জমা নেই ।  তবে হ্যাঁ -- শুনেছি,  কিন্তু মনে পড়ছে না এই মুহূর্তে এখানে কার যেন "ও নেগেটিভ" আছে ।  ভাবতে দে বলছি ।
এই লোকটা প্রত্যেক বছর আমাদের এই রক্ত দানশিবিরে  এসে রক্তদান করে ।
      নবীনের ফোনটা বেজে উঠল।  অচেনা নম্বর গলা খুবই পরিচিত তবে অনেকদিন আগের।
----  কে বলছেন ?
----- আমি জাহানারা ।
----- জা-হা-না-রা !  তুমি মানে হঠাৎ --?
---- তোমাকে এখনই রামনগর হাসপাতালে আসতেই হবে ভাই । আমি খুব বিপদের মধ্যে সময় কাটাচ্ছি। ---- কেন , কি হয়েছে ? আমি তো ভোগ আরতিতে বসেছি ।
----- এত কথা বলার সময় নেই । তোমার রক্তের গ্রুপ "ও নেগেটিভ" আমি জানি । আমার বৌমার বাচ্চা হবে -- প্রসবকালীন অবস্থায় জরুরি বিভাগে ভর্তি  । রক্ত লাগবে । না হলে --
----- ঠিক আছে । আমি আসছি  তৈরি থাকতে বলো।
       নবীন গোঁসাই আশ্রমের গাড়িতে দ্রুত এসে রোশনার বেডের পাশে শুয়ে যত রক্ত লাগবে ডাক্তারবাবুকে বলল ট্রান্সফার করতে ।  তাই হলো।  একটু পরে ডাক্তারবাবু বেরিয়ে এসে বলল , গুড্ নিউজ্। কেসটা রেয়ার হলো ।  মা ও বাচ্চার  বিপদের আশঙ্কা কেটে গেছে।
       জাকির এসে গেছে । বলল , নাহ কোথাও কিছু ব্যবস্থা করতে পারলাম না।  আম্মা  রুগীকে বাঁচানো দায় হয়ে পড়েছে । কলকাতায় ব্ল্যাড ব্যাংকে যেতে হবে । রুগীর অবস্থা কি ? শুনেছ কি অবস্থা ?
----- মাথা ঠান্ডা করে বস । জাহানারা বলল ।
একটু পরে নার্সসহ -স্বাস্থ্যকর্মী ও.টি. থেকে বেরিয়ে গেলে জাহানারা  ছেলেকে নিয়ে ভিতরে গেল।  পাশাপাশি বেডে নবীন আর রোশনাকে  দেখে জাকির অবাক !  রোশনা  অচৈতন্য হয়ে পড়ে । নবীনের রক্ত নল বেয়ে রোশনা  আর সদ্যোজাতের শরীরে ধীরগতিতে বইছে।
========================

সুদামকৃষ্ণ মন্ডল
গ্রাম - পুরন্দর পুর (অক্ষয় নগর )
পোষ্ট - অক্ষয় নগর
কাকদ্বীপ,দঃ চব্বিশ পরগণা
পিন কোড - 743347
নেশা /পেশা : সাহিত্যচর্চা    

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.