মূসা আলীর গদ্যের জগতে নতুন সংযোজন ছোট গল্পে রসুল (সঃ)এক অনবদ্য বিক্ষণ
আবদুস সালাম
ছোটগল্পের শুরু হয় একবারে প্রথম লাইন থেকেই। এ্যালেন পো বলেন( from the very initial sentence)। জীবনের মাঝখান থেকে বিদ্যুৎ চমকের মতো যার যাত্রা শুরু। আবার জীবনের মাঝখান থেকে হঠাৎ কোন নাটকীয় মূহুর্তে তার পরিসমাপ্তি। এই খন্ড চিত্র দিয়েই গড়ে ওঠে পাঠকের উপলব্ধির সমগ্র চেতনা। সামান্য পরিসরে মানুষ খুঁজে পায় তার উপলব্ধির বিচরণ ক্ষেত্র। একজন গল্পকার তখনই সার্থক যখন তার কল্পনা পাঠকের মননকে দোলা দেয়। গল্পের চরিত্র যেন নিজেই হয়ে ওঠে। লেখক তার পরিশীলিত বাক্যের মোহময় বাণে পাঠককে মন্ত্রমুগ্ধ করে তুলতে সক্ষম।
এই সময়ের সাড়া জাগানো গল্পকার মূসা আলী বাংলা গদ্যের ভূবনে এক সাড়া জাগানো নাম। গদ্যে তিনি নিজস্ব ঘরানা গড়তে সক্ষম হয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। মূলত তিনি উপন্যাস রচনায় বেশি সাচ্ছন্দ্য বোধ করেন। ইদানীং বেশ কয়েকটি উপন্যাস প্রকাশিত হয়েছে। এপার বাংলা ওপার বাংলায় তিনি সমানে জনপ্রিয় ।
তার পালকে যোগ হয়েছে নতুন পালক। 2025এর বই মেলায় উপহার দিয়েছেন ছোট গল্পে রসুল (সঃ) । পৃথিবীর সেরা মানুষ হজরত মুহাম্মদ সাঃ এর জীবনে চলার পথের বিভিন্ন ঘটনা নিয়ে আপাতত 20টি গল্প নিয়ে উপহার দিয়েছেন ছোট গল্পে রসুল সঃ।
প্রতিটি গল্পে আমাদের প্রিয় রসুলের জীবনে ঘটে যাওয়া ঘটনাকে এমন ভাবে পরিবেশন করেছেন যেন ঘটনা এক্ষুনি ঘটে গেছে। গল্প গুলি পড়তে পড়তে আমরা অজান্তেই পৌঁছে যায় আরবের রুক্ষ মাটির দেশে। জনসেবা এবং জনকল্যাণ মূলক কাজের দ্বারা জাহেলিয়াতের জামানায় নতুন করে তাদের বাঁচতে ও বাঁচাতে অনুপ্রাণিত করেছে।
রসুল সঃ এর জীবনে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ বাস্তবতার প্রতিচ্ছবি পরিলক্ষিত হয়েছে। এই ঘটনা সাধারণ মানুষ কে আজও কঠিন বাস্তববাদের যুগে সমান ভাবে উপযোগী। সব সময় এই সব ঘটনাবলী সারা মানব সমাজকে সমান ভাবে অনুপ্রাণিত করে।
মাননীয় মূসা আলী মহাশয় সাবলীল ভাবে প্রাঞ্জল ভাষায় সেই সব ঘটনা প্রবাহ তুলে আনতে সমর্থ হয়
এমনতর গল্প পড়তে পড়তে আমরা হারিয়ে যায়। লেখকের মুন্সীয়ানা তারিফ করার মতো। প্রতিটি পাঠকের এই বইটি সংগ্রহ করে রাখা উচিত বলে মনে করি।
ভবিষ্যতে তিনি আরও একশত ঘটনা নিয়ে মূল্যবান ছোট গল্পে রসুল সঃ উপহার দিতে তার লেখনী চালু রেখেছেন। এই আশায় বসে রইলাম। বইটির জনপ্রিয়তা তুঙ্গে উঠবে এই আশা করি।
===========================
