Click the image to explore all Offers

গল্প।। অভিভাবক ।। প্রতীক মিত্র

 

অভিভাবক 

প্রতীক মিত্র 



বাবা-মায়ের সময় নেই।মোটে সময় নেই। কাজ আর কাজ। কাজ না করলে সংসার, বাচ্চা সর্বোপরি ওই লাইফস্টাইল... ধরে রাখা যাবে না। বাচ্চা মানে পিকলু অবশ্য এত এইসব বোঝে না। তাও নয় নয় করে বছর দশের হল। আদৌ বোধ হয় ওকে আর বাচ্চা বলা যায় না। সেই পিকলু স্কুলের বন্ধুদের সাথে কথা বলে দেখেছে তারা মা-বাবাদের কষ্ট বোঝে, তাদের নিজেদের যে সময় সেখানে সে ঢুকে পড়ে না। পিকলুর হিসেব খুব সহজ। তার পড়ার চাপে সে নিজেই নাজেহাল। তার মধ্যে যেটুকু সময় পাবে, মা এবং বাবা দুজনেকেই চাই। দুজনকে একসাথে বসিয়ে খেলা চাই , গল্প করা চাই। বাবা-মা ক্লান্ত হলেও কিছু বলেনা। নিজেদের মধ্যে কথাবার্তা নেই সেই কবে‌ থেকে। ছেলের চক্করে নকল নকল হলেও‌ পরিবারের পুরোনো বন্ধনটা অনুভূত হয়। তাছাড়া ছেলের সাথে থাকলে মোবাইল ফোনটার কথাও মনে আসে না।‌ফলে সব মিলিয়ে ভালোই লাগে ওদের সন্তানের এই খেলাচ্ছলের শাসন।
================
 
কোন্নগর।  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.