মেঘে মেঘে বেলা
শংকর ব্রহ্ম
" মন নিয়ে খেলা করি মন নিয়ে বাঁচি'' / এই মন আছে তাই তুমি আমি আছি।"
মে মাসের মাঝামাঝি। কয়েকদিন তীব্র দাবদাহের পর, আচমকা বৃষ্টি এসে স্বস্তি এনে দিল মনে।
মনোময় আজ হৃদয়পুর যেতে চাইছে, যেখানে মানসী থাকে। অনেক দিন মানসীর কোনও খোঁজ নেই। তার সাথে দেখা হয় না। কোনও যোগাযোগ নেই।
বুদ্ধ আমার বন্ধু। আজ আবার আসবে বলেছে আমার কাছে। ঠিক সেই দুর্বল মুহূর্তেই, অভিমানের সুরে হিয়া ( আমার পরিচারিকা) এসে অভিযোগ করল, তুমি বুদ্ধকে লাই দিয়ে মাথায় তুলে দিয়েছো, এরপর আর নামাতে পারবে তো?
- কী যে বলিস, তোকে ছাড়া যে আমি অচল,
তা তুই জানিস না, সত্যি করে বল?
হিয়া আমার কথা শুনে, খুশি হয়ে, ময়ূরের মতো তার পেখম তুলে নাচতে নাচতে রান্না ঘরের দিকে চলে গেল।
এমন সময় বুদ্ধ এসে হাজির। এ কথা সে কথা, নানা কথার পর সে বলল, আজ কি চা খাওয়াবি না নাকি?
আমি বলি, যা ভিতরে গিয়ে একটু চা করতে বলে আয়।
তখনই এ ঘরে এসে হিয়া আমায় বলল,
বাজারে যেতে হবে না?
হবে তো
তবে আর বসে আছ কেন? যাও ছাতা নিয়ে বেরিয়ে পর, বৃষ্টি এখনই থামবে বলে মনে হচ্ছে না।
ঠিক বলেছিস।
আমি ঠিকই বলি, এ তো আর তোমার বন্ধু নয় যে তোমাকে ভুল বুঝিয়ে বিপথে চালিত করবে?
তা তো ঠিকই, আমার মুখ দিয়ে বেরিয়ে যায়, তাকে খুশি করতে।
শুনে হিয়া চনমনে হয়ে ওঠে, বলে, আর দেরী কোরো না বাপু, মেঘে মেঘে তো বেলা তো কম হয়নি, আকাশ মুখ ভাড় করে আছে বলে, দেখে বুঝতে পারছ না।
আমি উঠে পড়ে, বুদ্ধকে সঙ্গে নিয়ে, ছাতা ব্যাগ টাকা নিয়ে বেরিয়ে পড়ি বাজারের উদ্দেশ্যে। বদ্ধকে বলি, চা বাইরে গিয়ে দোকানে খেয়ে নেব, চল।
বুদ্ধ তীর্যক ভাবে আমার দিকে তাকিয়ে বলল, ওঠে, হিয়ার আবেগ এখন থেকেই নিয়ন্ত্রণ কর, নতুবা তুই সত্যি সত্যিই একদিন ঠিক বিপদে পড়বি।
শুনে, আমি অমায়িক হাসি।
আর হাসিস না তো, এরপর বাজারে গেলে আর কিছু পাবি না, তাড়াতাড়ি চল, বুদ্ধ বলে ওঠে।
আমি মনে মনে ভাবি, কাকে ছেড়ে, কাকে রাখি?
বুদ্ধকে না হিয়াকে ?
বুদ্ধ আমার মনের কথা বুঝতে পেরে বলে ওঠে,
আর বেশি দিন হিয়াকে তোর কাছে রাখব না। আগামী শীতে, জানুয়ারীর আগেই আমি ওকে বিয়ে করে আমার ঘরে নিয়ে তুলব।
আমি তো শুনে থ ! মাইরি বলে কী বুদ্ধ !
সত্যিই মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে, আমি টের পারিনি মোটেও।
মনোময়ের আজ আর হৃদয়পুর মানসীর কাছে যাওয়া হবে না।
----------------------------------------------------------------------------
নাম - ঠিকানা - ফোন নম্বর
----------------------------------------------------------------------------
SANKAR BRAHMA.
8/1, ASHUTOSH PALLY,
P.O. - GARIA,
Kolkata