বসন্তের কালবৈশাখী
আজ ৬ই চৈত্র ইংরেজির একুশে মার্চ মঙ্গলবার । মানে বলতে গেলে বসন্ত প্রায় মধ্য গগনে । এখনো বৈশাখ মাস পরে নি, কিন্তু বসন্তেই হঠাৎ করে কালবৈশাখীর আগমন হলো আজ দুপুরে।
ঠিক তখন দুপুর বারোটা নীল আকাশের বুক চিড়ে নেমে এলো এক ঘন কালো মেঘ আর তার সাথে ঘরঘর করে নেমে এলো প্রচন্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি , আর তার সাথে ঝড়ের তান্ডব। প্রকৃতি মায়ের বজ্র সঞ্চার আর সুন্দর বর্ষণ মনমুগ্ধকর হলেও , আমি যেন একটু শঙ্কিত বোধ করলাম।
আমি এখন বাড়ির দোতালার বাসিন্দা , কোন রকমের একটা ঘর সম্পূর্ণ করে চলিয়া আসতে হয়েছে। আমার দক্ষিণের অসম্পূর্ণ ঘরের জালনা বরাবর তিনটে পুকুর আছে , আমি এই জানালা দিয়ে আজকের বসন্তের কালবৈশাখী উপভোগ করলাম । ঝড়ের দাপটে আমার অসম্পূর্ণ ঘর গুলির জালনায় লাগানো প্লাস্টিক গুলি ফটফট করে উড়ে যেতে থাকে, আর তার সাথে বৃষ্টির জল ঢুকে যায় আমার ওইসব ঘরে । খুব ঠান্ডা অনুভূত হচ্ছিল সেই সময় একটি চাদর গায়ে জড়িয়ে গরম চা খেতে শুরু করলাম , আর আমার ফোনের ক্যামেরায় সেই দৃশ্য বন্দি করলাম।
আমার জ্যেষ্ঠা কন্যা অহনা ভয়ে শঙ্কিত হয়ে একটি কবিতা বিবৃত করল - " rain Rain go away ,
Come again another day...........।"
তারপর সে আমায় প্রশ্ন করলো - This is thunderstorm ? আমি উত্তর করলাম - হ্যাঁ । সে আরও বললো - The rain water is very cold and the weather is cold and bad . আমি মৃদু হেসে হু সূচক মন্তব্য করলাম ।
এবার আমার কনিষ্ঠা কন্যা অস্মিতা আনন্দের সহিত বলে উঠলো- দিদি দিদি চলো একটা নৌকা বানিয়ে খেলা করি । জলে নৌকা ভাসালে খুব মজা হবে।
অহনা তখন খুব মজা করে আমাকে বললো - Oh my dear mother give me a umbrella. আমি হেসে হেসে বললাম - কেন ? সে অমনি হো হো করে হেসে বললো - খেলা করবো । আমি বললাম এখন ঘরে বসে খেলা করতে হয় বৃষ্টিতে বেরোতে নেই তাহলে শরীর খারাপ হবে । সে আবারও বললো - We play Ludo with my phone and play talking Angela.
আমরা তিনজন ঘরে বসেই বাইরের দৃশ্য উপভোগ করার সাথে সাথে কখনো বা সাপ লুডু আবার কখনো বা টকিং এঞ্জেলা। এভাবে কখন যে আস্তে আস্তে ঝড় বৃষ্টির দাপট থেমে গিয়ে প্রকৃতি মা শান্ত হয়ে নতুন ঝলমলে সূর্যের দেখা মিলল বোঝাই গেল না।
----------------------------
ভাঙ্গড় দক্ষিণ চব্বিশ পরগনা