লাইফ পার্টনার
সমাজ বসু
অনুষ্ঠান শেষে প্রায় আধঘন্টা পর রবীন্দ্রভবন থেকে বেরিয়ে একেবারে অপ্রত্যাশিতভাবে একটা অটো পেয়ে গেল জয়িতা। আশ্চর্য! সৌমাল্য দা আর মেঘাও একই অটোতে। দুজনেই জয়িতার ঘনিষ্ঠ বন্ধু।
--- কি সৌভাগ্য, দুই বন্ধুকে একই সঙ্গে পাওয়া। সৌমাল্য দা,বরাবরের মত আজও তোমার এ্যাঙ্কারিং ফাটাফাটি হয়েছে।
--- আর মেঘা, তোর সঙ্গে তো প্রায় দুবছর পর দেখা। অবশ্য আমিও এখানে ছিলাম না। তুই সৌমাল্য দাকে চিনিস? এইসময় কলকাতার সবেচেয় বেস্ট এ্যাঙ্কারার। যত বড় বড় প্রোগ্রাম,সব জায়গায় এই সৌমাল্য দা। এছাড়াও ভীষণ ভালো গল্প কবিতা লেখেন। আবৃত্তির একটা গ্রুপও আছে, "রজনীগন্ধা"।
--- জয়ী তুই একটু থামবি,নাকি শুধু বকেই যাবি। তোর সৌমাল্য দা আমার লাইফ পার্টনার বুঝলি?
---------------------
ঠিকানা--
৫৬এ, মিলন পার্ক।। ডাক-- গড়িয়া।
কলকাতা--৭০০০৮৪