বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

স্বাধীনতা দিবস উদযাপন ।। অঙ্কিতা পাল

 

স্বাধীনতা দিবস উদযাপন

অঙ্কিতা পাল


৭৬ তম স্বাধীনতা দিবস, চারিদিক সাজানো হয়েছে  ত্রিবর্ণ রঞ্জিত পতাকার সমন্বয়ে। এ বছর মেয়েদের স্কুলে স্বাধীনতা দিবসে খুব জাঁকজমক পূর্ণভাবে স্বাধীনতা দিবস পালিত হলো।
অন্যদিনের থেকে মেয়েরা আজ খুব আনন্দিত সেজন্য তাড়াতাড়ি করি করে ঘুম থেকে উঠে পড়েছে , আজ আর তাদের ডাকাডাকি করতে হয়নি। সকাল সকাল দুধ বিস্কুট খাইয়ে ওদের নিয়ে রওনা হলাম স্কুলের উদ্দেশ্যে, সকাল সাড়ে আটটার মধ্যে স্কুলে পৌঁছে গেলাম।

স্কুলে পৌঁছে দেখি,   ত্রিবর্ণ রঞ্জিত পতাকা,  গাঁদা ফুল ও বেলুন দিয়ে সুন্দর করে স্কুল প্রাঙ্গণ সাজানো হয়েছে । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া প্রিন্সিপাল মহাশয়া, সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও সকল ছাত্র-ছাত্রীগণ ও তাদের অভিভাবক অভিভাবিকা ।

প্রথমে মাননীয়া প্রিন্সিপাল মহাশয়া পতাকা উত্তোলন করলেন তারপর স্বাধীনতা দিবস সম্পর্কে কিছু বক্তৃতা দিলেন।  নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্ররা একটি কুচকাওয়াজের আয়োজন করেছিল। স্কুলের সকল ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা গন সকালে মিলে জনগণমন অধি জাতীয় সংগীত গাইলেন।

তারপর নার্সারি থেকে দ্বাদশ সকল ছাত্র-ছাত্রীরা তাদের নিত্য, গীত, আবৃত্তি ও নাটক ইত্যাদি বিভিন্ন রকমের অনুষ্ঠান পরিবেশন করলো। বাচ্চা গুলো কি সুন্দর করে সেজেছিল তাদের দেখে মনে হচ্ছিল ছোট্ট ছোট্ট পুতুল। অনুষ্ঠান শেষ হতে প্রায় দুপুর বারোটা বেজে গেল, সেদিন প্রত্যেক ছাত্র-ছাত্রীদের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। তারপর ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকাগণ সবাই মিলে নিজেদের মতো ছবি ফটো তুলছিলেন।

সেদিন  এরাম একটা অনুষ্ঠানের সুন্দর সাক্ষী হতে পেরে আমার খুব ভালো লাগছিল । মেয়েরাও অনুষ্ঠানের অংশগ্রহণ করতে পেরে খুব খুশি হয়ে বাড়ি ফিরে গেল।
============================
ভাঙ্গড়, দক্ষিণ চব্বিশ পরগনা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.