সত্য বনাম মিথ্যা
কাকলী দেব
ছোট মেয়েটা অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। তার মা কাজের বাড়ীর আন্টিকে ফোন করে বলে যাচ্ছে, " দিদি সকাল থেকে তোমাকে আগেও দুবার ফোন করেছি, তুমি বোধহয় বাথরুম টাথরুমে ছিলে, আজকে আমার মেয়ের শরীরটা খুব খারাপ, ডাক্তার দেখাতে নিয়ে যাব, তাই আর আসতে পারব না " ওপ্রান্ত থেকে আন্টির হতাশ আওয়াজ শোনা গেল, "আচ্ছা ! কী আর করব, বেশ বিপদে ফেলে দিলে, বিমলা "।
মেয়েটা মাকে জিজ্ঞেস করে, " কই আমার তো কিছুই হয়নি , মা ! তুমি মিথ্যে বললে কেন?"
"তুই চুপ কর, এইসব বড়লোকদের এই ভাবেই শায়েস্তা করতে হয়। আমার শরীর টা একটু আরাম চাইছে আজ, এই সত্যি কথা টা বললে কি এরা ছুটী দেবে ? আর এই বাড়ী তো দুদিন পরে কোথায় চলে যাচ্ছে , একবছরের জন্য, আমার এই মাসের পাওনা ছুটী যদি এইভাবে না নিই তাহলে তো আমার লশ্ , বুঝলি না ! "
আট বছরের মেয়েটা কিছুই ঠিক করে বুঝতে পারেনা ! নিজের মনে ভাবতে থাকে, তাহলে যে তাদের স্কুলের দিদিমনি বোর্ডে লিখে দেয়, ' সদা সত্য কথা বলিবে '।
======================
কাকলী দেব