বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

মুক্তগদ্য ।। এসো গাছ লাগাই ।। সাবিত্রী দাশ


 ছবি - সংগৃহীত ।


এসো গাছ লাগাই 

 সাবিত্রী দাশ

 
আমাদের গ্রামের চারদিকে তাকালে দেখা যায় সবুজে ঘেরা  গাছ তার মাঝে পাখ পাখালির কলরব, গাছের ডালে ঝুলছে সেই পাখিদের বাসা। ওরা রোজ সকাল হলে বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে সন্ধ্যার আগেই এসে বাসায় ঢুকে যায়।
গ্রাম আমার মায়ের সমান যেখানে এই তপ্ত গরমে গাছের ছায়ায় বসে একটু শান্তি বোধ  করা , রাখাল গরু ছেড়ে মাঠে গাছের তলায় শান্তি লাভ করে।
এই তো সেদিন  দেখলাম একটা বিয়ের বর কনে যাচ্ছিলো রিক্সা  চেপে  অসহ্য গরমে  গাছের তলায়  একটু শান্তিতে বিশ্রাম করছে , আমরা সকলেই প্রতি বছর যদি  আঠাশটা করে গাছ লাগিয়ে যেতে পারি  তবে সবাই উপকৃত হব। এসো সবাই গাছ লাগাই দেশ বাঁচাই। ঔষধি গাছ ছোট্ট ছোট্ট ফুল গাছ থেকে আরম্ভ করে শাখা যুক্ত গাছ।
গাছের ভেতর লুকিয়ে আছে আমাদের ধরণীর সুন্দর একটা জীবন। গাছ আমাদের যেমন নিশ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে আবার জ্বালানি হিসেবে ও অনেক কাজে লাগে।  গাছ আমাদের বন্ধু। গাছের ও জীবন আছে। গাছ আছে বলেই আমরা আজও প্রাণ ভরে শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে আছি।
গ্রামের পরিবেশ সত্যিই সুন্দর গাছপালা নদীনালা যেটা শহরে মিলে না। গ্রামের মানুষ গাছেদের অতি যত্নে লালন পালন করে। একটি গাছ একশো মানুষের জীবন দান করে।
আমরা গাছ কাটবো না এই প্রতিজ্ঞা বদ্ধ , তোমরাও গাছ কেটোনা পরিবর্তে বিন্দু বিন্দু জল দিয়ে গাছের সৌজন্যতা বোধ পালন করো। ধরণীর বুকে কত প্রাণীর বাস শুধু মানুষ না মানুষের মতো হাজার হাজার প্রাণী বাস করে। এসো আজ থেকে আমরা শপথ গ্রহণ করি গাছকে আমরা সন্তানের মতো লালন পালন করবো।
--------------------------------- 
সাবিত্রী দাশ
দুর্গাপুর 
নন্দীগ্রাম
পূর্ব মেদনীপুর।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.