গল্প ।। লাইভ ঠাকুর ।। সুপ্রভাত মেট্যা
0
ডিসেম্বর ০১, ২০২৪
লাইভ ঠাকুর
সুপ্রভাত মেট্যা
আজ দশমী। এবার আমাদের পাড়ার পূজোর থিম ছিল লাইভ ঠাকুর। মোড়ের মিষ্টির দোকানের ময়রা হয়েছিল গনেশ। বলিউডের স্বপ্নে বিভোর ঋত্বিক হয়েছিল কার্তিক। পাড়ার হার্টথ্রব চিনির বোন মিনি হয়েছিল সরস্বতী এবং ডেলি চাল, ডাল, আলু, কলা ইত্যাদি গুছিয়ে সরিয়ে রাখবার দেবলা বৌদি হয়েছিল লক্ষ্মী। আর অসুর তো অ্যভেলেবল। তবে দুর্গা পাওয়াটাই হয়েছিল চ্যালেঞ্জিং ব্যাপার! তিলোত্তমা অভয়াদের পরিনতি দেখে কেউ আর সাহস পাচ্ছিল না আসার। অবশেষে একজনকে রাজি করানো গেল স্রেফ তিন দিনের জন্য। সপ্তমী, অষ্টমী, নবমী।
ষষ্ঠীর দিন কোনওরকম লাইভহীন দুর্গা চালিয়ে দেওয়া হল। তারপর সপ্তমী পেরিয়ে অষ্টমী নবমীতে থিকথিকে ভিড়। একটি হলিউডি মার্কা মেয়ে। তাকে দেখে আর লোভ সামলাতে পারল না কার্তিক। সে নায়কি ঢঙে চোখ মারল এবং সিটি বাজাল। লোকজন সব দেখে তো থ! তবু ঠাকুর বলে কথা, কেউ টুঁ-শব্দটিও করল না এ-ব্যপারে। কিন্তু দুর্গা তো ক্ষেপে লাল। সাঁটিয়ে একটা চড় কষাল কার্তিকের গালে। আর ওই সুযোগেই হঠাৎ অসুরও করল কি মেলার ভিড়ে ঢুকে গিয়ে বেদম তাণ্ডব চালাল। পুলিশ নির্বিকার, ওপরওয়ালার দিকে তাকিয়ে রইলো চুপচাপ। এদিকে গনেশ বাবাজী তো পটাপট সন্দেশ সাবাড় করতে থাকল। আর লক্ষ্মীর কাণ্ডকারখানা দেখে জড়ো হাতে ঠাকুরমশাই মিনতি করতে থাকল "আর সরিও না মা লক্ষ্মী আমি একদম মরে যাব যে!"
তবে আজ দশমী। লাইভহীন দুর্গা চালানো হয়েছে। বিসর্জনের ঘন্টা বেজে উঠেছে। আনন্দ উৎসবে মেতে উঠছে পাড়া। আজকাল মানুষ যেন ভুলে যাচ্ছে বিদায়ের শোক! দুঃখ করা উবে যাচ্ছে তাদের মন থেকে। আর ক্রমশ হালকা হয়ে আসছে প্রেম যেন পৃথিবীতে! যাইহোক, অবশেষে ভাসানের সময় হয়ে এল। কিন্তু কি বিপদ! কোনও ঠাকুরই ভাসান চাইছে না, একমাত্র দুর্গা ছাড়া। গনেশ বলছে, "না-না, অ্যাতো সুন্দর সুন্দর মিষ্টি ছেড়ে আমি যেতেই পারব না।" কার্তিকতো লো-কাট, মিনি-কাট, অণু-কাট এইসব দেখে-টেখে একদম প্রেমে বিভোর! লক্ষ্মী ভাবছে, "অ্যাতো ঘর গুছানোর বাংলা আমি কোথায় পাব?" আর সরস্বতী? তার কলেজলাইফের ওই ফোর-প্যাক, সিক্স-প্যাক ছেলেগুলোকে যে দারুন লাগে! সবচেয়ে বাধ সাধছে অসুর। কিচ্ছুতেই যেতে চাইছেনা। অ্যাতো ঢিলেঢালা প্রশাসন, বেজায় ছাড়পত্র অন্ধকারের, অমন মাথার উপরে ছড়ি না-ঘোরানোর মাথা সে কোথায় পাবে?
===========================
লেখকের নাম :- সুপ্রভাত মেট্যা
গ্রাম :- বলরামপুর
পোষ্ট :- জয় বলরামপুর
থানা :- তমলুক
জেলা :-পূর্ব মেদিনীপুর
পিন:- ৭২১১৩৭