অণুগল্প ।। হনুমান ।। অশোক দাশ
0
ডিসেম্বর ০১, ২০২৪
হনুমান
অশোক দাশ
সেদিন ছিল শুক্রবার। সকালে চা খেয়ে সবে মাত্র বাজারের ব্যাগ হাতে সাইকেল বের করছি, ঠিক তখনই আমার নাতনি চিৎকার করে বলতে লাগল দাদু --ও দাদু -- সব বেগুন খেয়ে নিল হনুমানে। বাইরে বেরিয়ে দেখি আমার সাধের সবজি বাগান তছনছ করে তাণ্ডব চালাচ্ছে একদল হনুমান। আমার হাঁক ডাকে পাত্তা না দিয়ে, দাঁত বের করে আমাকে বিদ্রুপ করে এক গাছ থেকে অন্য গাছে লাফ দিয়ে পালালো।
ভাবতে লাগলাম আজকাল হনুমানের দৌরাত্ম্য ক্রমশ বেড়েই চলেছে। সারা দেশ ওরা দাপিয়ে বেড়াচ্ছে। লুটপাট ভাঙচুর ওদের নিত্যনৈমিত্তিক ব্যাপার। প্রভুর অনুগত হয়ে নারীর সম্ভ্রম নিয়ে ওরা বেলেল্লাপনা করে চলেছে দিনের পর দিন।
মনকে প্রশ্ন করি এর শেষ কোথায়? কে রুখবে হনুমানের বেহেসিবি কাজ! ওদের মুখ পুড়েছে। ওরা নিন্দিত ধিকৃত । তবুও ওরা বেপরোয়া। ধর্মের মোড়কে অ-ধর্মের জয়ধ্বনিতে অ-কাজ কূ-কাজ করেই চলেছে। তবুও এ অভাগা দেশে ওরাই পূজিত। বিচিত্র দেশ। বিচিত্র মানুষের মন।
=====================
অশোক দাশ
ভোজান, রসপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত।