Click the image to explore all Offers

অণুগল্প ।। বাজেট ।। সোমনাথ মুখার্জী


 

বাজেট

সোমনাথ মুখার্জী 


জীবনের বাজেট মেলাতে গিয়ে দেখি অসম্পূর্ণ। হারমান হেসের বিখ্যাত ব‌ই সিদ্ধার্থ নিয়ে নদীর চরে বসে আছি। এই নদী ভবনদী নয়। উদ্বেল আনন্দে বয়ে চলা সাবলীল গতি। এখন পড়ন্ত বিকেল। প্রকৃতির ভেতর যে বাউল সুর বাজে তার‌ই অণুরনন আমার রক্তে। অল্পবয়েস থেকে বিবাহিত জীবনের শেষে আজ নিঃসঙ্গ। সময় বয়ে যায় তার নিয়তির ধারায়। শুনতে পেলাম মাঝি ডাকছে, হেই বাবু ওপারে চলেন। আপনার ঘর ওপারে।
বললাম, যাই।
শব্দটা উড়তে উড়তে আকাশে মিলিয়ে গেল।

==================

শ্রী সোমনাথ মুখার্জী 

৫৬১/সি,লেক ভিউ পার্ক রোড,বনহুগলী, সোলারিস ফেজ-১, টাওয়ার-১, ফ্ল্যাট নম্বর -১০০৫, কলকাতা-৭০০১০৮

 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.