তারপর
সোমনাথ মুখার্জী
আপনার তদন্তের কাজ তাহলে শেষ হল স্যার, নিশিকান্ত বলল। এক টিপ নস্যি নাকেও গুঁজে দিল। বড়বাবুর সব সময়েই মাথায় আগ্নেয়য়গিরি।মোলায়েম ভাবে যদি কথা না বলা হয় তবে এই থানা থেকে বদলির আপেক্ষিকতা বেশ প্রবল। বড়বাবু মানে খড়ি বাঁড়ুজ্জে বড়ই খতরনাক।যদিও আড়ালে সবাই বলে ভীতুকুমার। একবার এক ডন মানে পাড়ার যদিও তবু নিজেকে বাঁচাতে ছাড়া পেয়ে গেল।এমন ভাবে কেস সাজালেন অনেকেই ব্যোমকে গেল। তা, আজ এক তদন্ত ছিল।সে বারোটা খুন দশটা ধর্ষণ করেছে।ফেরার ছিল। কিন্তু খড়িবাবু যেখানে কেস সলভ সেখানে ছড়া বড়ই মজাদার খাদ্য।পাবলিক ভালো খায়। নিশিকান্তর চোখে রহস্য জমে আছে।সে খুবই খেটেছে।এবার প্রমোশন।আশা আছে।বড়বাবুর খেলা দেখার।সে ছিপ ফেলেছে চতুর ভাবে। বড়বাবু না পাঁকাল মাছের মত সটকে যায়। বড়বাবু এবার দরাজ হাসলেন।বললেন কেস সলভ। নিশিকান্ত এক টিপ নস্যি নাকে গুঁজে দিল।
ছবিঋণ - ইন্টারনেট
==========================
শ্রী সোমনাথ মুখার্জী
৫৬১/সি,লেক ভিউ পার্ক রোড,বনহুগলী, সোলারিস ফেজ-১, টাওয়ার-১, ফ্ল্যাট নম্বর -১০০৫, কলকাতা-৭০০১০৮