মুক্তকথা ।। দোলাচল ।। মানস কুমার সেনগুপ্ত
0
July 01, 2025
দোলাচল
মানস কুমার সেনগুপ্ত
দ্রুত পরিবর্তনশীল সামাজিক পরিসরে একান্ত বিশ্বাসভাজন মানুষের সংখ্যা ক্রমশ কমে আসছে । পারিবারিক, সামাজিক , জাতীয় বা আন্তর্জাতিক পরিসরেও এক চূড়ান্ত বিশ্বাসহীনতার বাতাবরণ তৈরি হয়ে চলেছে নিরন্তর। একান্ত চেনা বৃত্তেও আজ বিশ্বাস করে কোন ব্যক্তি বিশেষের কাছে নিজের ব্যক্তিগত কথা ভাগ করে নিতে চাইলে নানাভাবে বিড়ম্বনার শিকার হতে হয়। আসলে বিশ্বাসহীনতা যে আগে ছিলনা তেমনটি নয়। আবার বিশ্বাসভাজন মানুষের সংখ্যা যে আজকের সমাজে একেবারে নেই তাও নয়। নানা সংবাদ মাধ্যমে প্রকাশিত বা প্রচারিত খবরে চোখ রাখলেই বোঝা যায় সবকিছুর সঙ্গে ই যেন এক সর্বগ্রাসী বিশ্বাসহীনতা জড়িয়ে আছে। বিশ্বাসভাজন বন্ধু, প্রিয়জন সবাই যেন এক স্বার্থপরতার বৃত্তে জড়িয়ে গেছে। তবু কবিগুরুর সেই অমোঘ উক্তিটি মনে পড়ে। সভ্যতার সংকট প্রবন্ধে তিনি বলেছিলেন - 'মানুষের উপর বিশ্বাস হারানো পাপ' । অবশ্য এই আপাত অস্থির, মূল্যবোধহীন সময়ে দাঁড়িয়ে তিনি কি বলতেন জানা নেই। ' নজরুল তাঁর এক গানের বাণীতে বলেছিলেন ' গঙ্গা -সিন্ধু - নর্মদা, কাবেরী , যমুনা ঐ, বহিয়া চলেছে আগের মতোই, কই সে আগের মানুষ কই '। প্রায় একশো বছর আগে হয়তো লিখেছিলেন এই গান। এই সময়ের প্রেক্ষাপটে নজরুল কি বলতেন , খুব জানতে ইচ্ছে করে।
ছবিঋণ - ইন্টারনেট
===============
মানস কুমার সেনগুপ্ত,
১৭/৮, আনন্দ মোহন বসু রোড, দমদম কলকাতা ৭০০০৭৪.