অণুগল্প ।। লালন ।। সুমিতা চৌধুরী
0
July 01, 2025
লালন
✍️সুমিতা চৌধুরী
অলোকবাবু প্রতিদিনের মতোই সাইকেলটি বের করতে যাচ্ছিলেন রুটিনমাফিক নিত্যকর্মের তাগিদে দোকানে যাওয়ার জন্য। ঠিক তখনই প্রিয়মও বেরোচ্ছিল কলেজের ক্লাসের জন্য স্কুটার নিয়ে।
"বাবা, সাইকেলটা থাক। ওরও বয়স হয়েছে। একটু বিশ্রাম নিক ও। তুমি স্কুটারে এসে বসো। আজ থেকে আমি তোমায় নিয়ে যাবো বাবা, যেমন ছোটবেলায় তুমি আমায় নিয়ে যেতে।"
অলোকবাবুর আনন্দে চোখে জল এসে গেল। মুখে কিছু প্রকাশ করতে পারলেন না তেমন, কেবল বললেন, "তোর ক্লাসে দেরী হয়ে যাবে না তো? আমি কিন্তু চলে যেতে পারবো।"
"না বাবা, আমায় প্রতিদিন স্কুলে পৌঁছে বাজার করে তোমার দোকানে যেতে কি কোনোদিন দেরী হয়েছিল? আমারও হবে না। এসো, বসো। আমায় ধরে বসো কিন্তু। তাহলে ভয় করবে না, পড়েও যাবে না।"
অলোকবাবু নিশ্চিন্তে ছেলের কাঁধে হাত রেখে চললেন আর প্রিয়মের ছোটোবেলার সব পুরোনো স্মৃতিগুলো মনে ভিড় করে আসতে লাগল, ঠিক যেন সিনেমার পর্দায় একে একে দৃশ্যপট সরে সরে যাচ্ছে । এই কথাগুলোই তো তিনি ছোট্ট প্রিয়মকে বলতেন, যেগুলো আজ প্রিয়ম তাকে বলল। সত্যিই আর কোনো ভয় নেই তাঁর। সঠিক যত্নে একটা চারাগাছ আস্তে আস্তে ছায়া প্রদান করা মহীরূহে পরিণত হচ্ছে যে। বড় নিশ্চিত হয়ে অলোকবাবু প্রিয়মের কাঁধে হাত রেখে পথ চলতে লাগল, মনে মনে কতো কথা আওড়াতে আওড়াতে। কিন্তু মুখে তার কিছুই প্রকাশ করতে পারলেন না, পারলেন না মনের উচ্ছাস জানাতে তার প্রিয় সন্তানকে।
প্রিয়ম বাবার স্পর্শে যেন বাবার অন্তরের কথা বুঝতে পারছিল। আর মনে মনে ভাবছিল, "বাবারা এমনও হয় বোধহয়।" তারপর ভাবল, "না না, বাবারা এমনই হয় বাস্তবে, যা সে বার বার দেখে এসেছে নিজের জীবনে।"
ছবিঋণ - ইন্টারনেট
====================
Sumita Choudhury
Liluah, Howrah