বিজয়ন্ত সরকারের অনুগল্প সিরিজ
একক
[১]
সময় কাটছেনা মুক্তির। হ্যাঁ, কখনও কখনও সে সত্যিই চাইতো রোজকার কাজের ভিড়গুলো ধুয়ে যাক, বাঁকা চাঁদের জল্পনা-রূপকথায় ভরুক মুঠোদিন। কিন্তু এই বন্ধ সময়ের নিউজ ফিড্ জুড়ে এতটা মৃত্যু - এতটা ব্যর্থতা...! সে কাঁদে, ক্লান্ত হয়, কিন্তু ক্ষান্ত হয়না।
হঠাৎ একদিন অনেক দুঃখ গলে যাওয়ার পর অস্ত্রের খোঁজ পায়। এমন এক অস্ত্র যেটা ছুঁয়ে দেখা যায় না। আঘাত নয় বরং এটা ভেঙে-চুরে যেতে থাকাদের সুদৃঢ় করে নিউরোন। এরপর সে কাঁদেনি কখনও। একা হেঁটেছে যুবতীবেলা। দিনের আলো নুইয়ে এলে,- স্থির সরোবরের আরশিতে ঝুঁকতেই ফুটে উঠত সেই হাতিয়ার। অবশেষে দৃশ্যটা মুক্তিযোদ্ধার থাকেনা, হয় একবগগা। একক।
[২]
প্রেমিকার ফোন বিকেল থেকেই বন্ধ। এখন রাত ১১টা ৪০ প্রায়। রচিত বড্ড একা বোধ করে, ছাদের রেলিংএ দু'হাত খোলা - আকাশের দিকে তাকিয়ে থাকে আর মাঝে-মাঝেই মোবাইল স্ক্রীনে নজর যায়। না, কোনো কল, মেসেজ্ কিছুই আসেনা। এটা বছর দশ আগের একটা রাত। কিন্তু রচিতের সময় এখনও থেমে সেখানেই...। আজ হঠাৎ ফোনটা বেজে ওঠে। আননোন্ নম্বর। রচিতের সাহস হয়না রিসিভ্ করার। রচিত কাঁদে ভীষণ কাঁদে। তারপর জ্ঞান হারিয়ে পড়ে যায় ছাদবাগানের বৌগেনভেলিয়া, শিউলিদের জনপদে।
...........................
বিজয়ন্ত সরকার
মিলনপাড়া (পূর্ব), রায়গঞ্জ
উত্তর দিনাজপুর
পিন নং: 733134
পশ্চিমবঙ্গ, ভারত
চলভাষ: 7908067850
এরকম অনেক একাকী লড়াই এর গল্প মিশে আছে আমাদের আশেপাশে।।।পরবর্তী সিরিজ গুলোর জন্য অপেক্ষায় আছি......আশা করছি আগামী গল্পগুলোও এভাবেই মন ছুঁয়ে যাবে আমাদের মত পাঠকদের।।।।।।
উত্তরমুছুন