Click the image to explore all Offers

বিজয়ন্ত সরকারের অনুগল্প সিরিজ



 একক 

[১]

সময় কাটছেনা মুক্তির। হ্যাঁ, কখনও কখনও সে সত্যিই চাইতো রোজকার কাজের ভিড়গুলো ধুয়ে যাক, বাঁকা চাঁদের জল্পনা-রূপকথায় ভরুক মুঠোদিন। কিন্তু এই বন্ধ সময়ের নিউজ ফিড্ জুড়ে এতটা মৃত্যু - এতটা ব্যর্থতা...! সে কাঁদে, ক্লান্ত হয়, কিন্তু ক্ষান্ত হয়না।

হঠাৎ একদিন অনেক দুঃখ গলে যাওয়ার পর অস্ত্রের খোঁজ পায়। এমন এক অস্ত্র যেটা ছুঁয়ে দেখা যায় না। আঘাত নয় বরং এটা ভেঙে-চুরে যেতে থাকাদের সুদৃঢ় করে নিউরোন। এরপর সে কাঁদেনি কখনও। একা হেঁটেছে যুবতীবেলা। দিনের আলো নুইয়ে এলে,- স্থির সরোবরের আরশিতে ঝুঁকতেই ফুটে উঠত সেই হাতিয়ার। অবশেষে দৃশ্যটা মুক্তিযোদ্ধার থাকেনা, হয় একবগগা। একক।

[২]

প্রেমিকার ফোন বিকেল থেকেই বন্ধ। এখন রাত ১১টা ৪০ প্রায়। রচিত বড্ড একা বোধ করে, ছাদের রেলিংএ দু'হাত খোলা - আকাশের দিকে তাকিয়ে থাকে আর মাঝে-মাঝেই মোবাইল স্ক্রীনে নজর যায়। না, কোনো কল, মেসেজ্ কিছুই আসেনা। এটা বছর দশ আগের একটা রাত। কিন্তু রচিতের সময় এখনও থেমে সেখানেই...। আজ হঠাৎ ফোনটা বেজে ওঠে। আননোন্ নম্বর। রচিতের সাহস হয়না রিসিভ্ করার। রচিত কাঁদে ভীষণ কাঁদে। তারপর জ্ঞান হারিয়ে পড়ে যায় ছাদবাগানের বৌগেনভেলিয়া, শিউলিদের জনপদে।

সকালে চোখ মেলতেই রচিত দেখতে পায় সে তার নিজের ঘরে বিছানায় শুয়ে...
সাইক্রিয়াটিস্ট বিক্রমজিৎ নোটবুক হাতে নিয়ে লিখতে লিখতে বলছেন 'রচিত বাবু মেডিসিন আমি লিখে দিলাম কিন্তু আজ আপনি একটু বেশি ঘুমোবেন'। রচিতের কেয়ারটেকার প্রেসক্রিপশনটা পকেটে নিয়ে ডাক্তারবাবুর ব্যাগ হাতে বেরিয়ে যাওয়ার আগে বলে - 'স্যার আপনি রেস্ট নিন, আমি ওনাকে এগিয়ে দিয়ে আপনার ঔষধ নিয়ে আসছি'।

রচিত, 'আইকন ইউনিভার্সিটি'র ডাটা সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর। বছর দশ আগেও রচিত সম্পূর্ণ সুস্থই ছিল। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তার একমাত্র শান্তির আস্তানা ববিতা তাকে ছেড়ে চলে যায়। রচিত এখনও ববিতা'র পছন্দগুলোকে আঁকড়ে বেঁচে আছে। ববিতা'র ইচ্ছে ছিল অনাথ বাচ্চাদের জন্য কিছু করা, সেই স্বপ্নের বাস্তব রূপ দিয়েছে রচিত - 'রূপকথা ফাউন্ডেশন' তৈরি করে। সেখানে অনাথ বাচ্চারা নিয়মিত বিনামূল্যে পড়াশোনা করে, - খেতে পায়। ববিতা ছেড়ে গেলেও, ববিতা'র পছন্দের রাতের আকাশ, অনাথ বাচ্চাদের প্রতি ভালবাসা এবং আরও অনেক কিছু রচিতের সাথে থেকে যায়।
কখনও কখনও কষ্টে দম বন্ধ হয়ে এলেও রচিত আত্মহত্যাকে সমাধানের পথ মনে করেনা। অবশেষে দৃশ্যটা ব্যর্থ প্রেমিকের থাকেনা, হয় একবগগা। একক।

                                                                             ...........................



বিজয়ন্ত সরকার

মিলনপাড়া (পূর্ব), রায়গঞ্জ
উত্তর দিনাজপুর
পিন নং: 733134
পশ্চিমবঙ্গ, ভারত
চলভাষ: 7908067850

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. এরকম অনেক একাকী লড়াই এর গল্প মিশে আছে আমাদের আশেপাশে।।।পরবর্তী সিরিজ গুলোর জন্য অপেক্ষায় আছি......আশা করছি আগামী গল্পগুলোও এভাবেই মন ছুঁয়ে যাবে আমাদের মত পাঠকদের।।।।।।

    ReplyDelete