Click the image to explore all Offers

অণুগল্প ।। তরুণ মান্না



অন্ধকার



লকডাউন ।সব বন্ধ।তাই প্রায় বিনা চিকিৎসায় দাদা মারা গেলেন ।যতই লকডাউন চলুক শ্রাদ্ধশান্তি তো করতে হবে।দু'এক জনকে নিমন্ত্রণ করতে হবে ।অলোক আমার ছেলেবেলার বন্ধু ।এক পাড়াতে থাকি।শ্রাদ্ধের চিঠি হাতে গেলাম তার বাড়ি।বেল বাজাতে বন্ধু-পত্নী দরজা খুলে দিল।আমাকে দেখে নিরুত্তাপ কণ্ঠে বলল, 'ও আপনি,আসুন আসুন ।' বন্ধু বলল, 'কী ব্যাপার,তুই?' আমি চিঠিখানা তার হাতে দিতে গেলাম।সে হাত না বাড়িয়ে টি-টেবিলে রাখতে বলল।বন্ধু-পত্নী বলল, 'একটু চা খেয়ে যান।' --'মুখ বাঁধা আছে '। --'ওটা বুঝি খোলা যাবে না ?' অগত্যা বসতে হল ।বন্ধু বসল অন্য সোফায় ।চা খেয়ে খালি কাপ-প্লেট টি-টেবিলে  রাখতে যাতেই বন্ধু বলল, 'ওখানে নয়,ওখানে রাখ্ ।'সোফার পাশে মেঝে দেখিয়ে দিল ।দু'একটা কথা বলে উঠে পড়লাম।বেরিয়ে সিঁড়িতে পা রেখেছি শুনতে পেলাম বন্ধু বলছে, 'আসার কী দরকার ছিল।ফোনে বললেই তো হতো।এ সময়ে এভাবে আসার কোনো মানে হয় !' বন্ধু-পত্নী--'তুমি যেন আবার কাপ-প্লেটে হাত দিও না।মালতি আসুক ।তুমি আগে পুরোটা স্যানাটাইজ করো...'
         সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে হল চারিদিকে বড়ো অন্ধকার...

=====০০০=====




তরুণ মান্না ।
গ্রাম : খান্দালিয়া ।
ডাকঘর : কলাতলাহাট ।
ভায়া : ফলতা।
জেলা : দক্ষিণ ২৪পরগনা ।
পিন :৭৪৩৫০৪ ।
মো.নং : ৯৭৩২০৩৫৫৩৬
             ৯৮৫১৬৪৮৩২৩ ।
ই-মেল : mina.tarun.manna@gmail.com 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.